Home আপডেট রাঞ্চোর পর করোনা এবার পাকড়াও করলো ফারহান ওরফে মাধবনকে

রাঞ্চোর পর করোনা এবার পাকড়াও করলো ফারহান ওরফে মাধবনকে

রাঞ্চোর পর করোনা এবার পাকড়াও করলো ফারহান ওরফে মাধবনকে

এ যেন থ্রি-ইডিয়েটসের ভাইরাস। রাঞ্চোর পর এবার পাকড়াও করলেন ফারহান ওরফে মাধবনকে। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে নিজের কোভিড পজিটিভের কথা শেয়ার করেন তিনি। আর তারপরই তার সোশ্যাল হ্যান্ডেল জুড়ে তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বার্তা আসতে থাকে তার ভক্তকুলের তরফ থেকে।

নিজের টুইটারে থ্রি-ইডিয়েটস সিনেমার একটি ছবি প্রকাশ করে মাধবন লিখেছেন, “ফারহান ও রাঞ্চোকে অনুসরণ করছে ভাইরাস। কিন্তু সব ঠিক হয়ে যাবে এবং কোভিড নিজেও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তবে এই জায়গায় আমরা রাজুকে চাই না। তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি সুস্থ হয়ে উঠছি।”

থ্রি-ইডিয়টসে ফারহান কুরেশীর চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন অন্যদিকে রাঞ্চোর চরিত্রে দেখা গেছিল আমির খানকে। যেই দুজনই এখন করোনায় আক্রান্ত। মাধবন তার নিজের টুইটে অভিনেতা শারমন জোশি অর্থাত্‍ রাজুর কথা বলেছিলেন। তিনি চাননা তাঁদের মতন রাজুও কোভিডে আক্রান্ত হন। এই ছবিতে, তারা বিরু সহাস্ত্রবুদ্ধিকে ভাইরাস বলে ডেকেছিলেন, তাদের কলেজের অধ্যক্ষ ছিলেন ভাইরাস। সেই চরিত্রের কথা মাথায় রেখেই মাধবন লিখেছেন, অবশেষে তাঁদের ধরতে সক্ষম হয়েছে ভাইরাস ।

এ যেন থ্রি-ইডিয়েটসের ভাইরাস। রাঞ্চোর পর এবার পাকড়াও করলেন ফারহান ওরফে মাধবনকে। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে নিজের কোভিড পজিটিভের কথা শেয়ার করেন তিনি। আর তারপরই তার সোশ্যাল হ্যান্ডেল জুড়ে তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বার্তা আসতে থাকে তার ভক্তকুলের তরফ থেকে।

নিজের টুইটারে থ্রি-ইডিয়েটস সিনেমার একটি ছবি প্রকাশ করে মাধবন লিখেছেন, “ফারহান ও রাঞ্চোকে অনুসরণ করছে ভাইরাস। কিন্তু সব ঠিক হয়ে যাবে এবং কোভিড নিজেও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তবে এই জায়গায় আমরা রাজুকে চাই না। তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি সুস্থ হয়ে উঠছি।”

থ্রি-ইডিয়টসে ফারহান কুরেশীর চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন অন্যদিকে রাঞ্চোর চরিত্রে দেখা গেছিল আমির খানকে। যেই দুজনই এখন করোনায় আক্রান্ত। মাধবন তার নিজের টুইটে অভিনেতা শারমন জোশি অর্থাত্‍ রাজুর কথা বলেছিলেন। তিনি চাননা তাঁদের মতন রাজুও কোভিডে আক্রান্ত হন। এই ছবিতে, তারা বিরু সহাস্ত্রবুদ্ধিকে ভাইরাস বলে ডেকেছিলেন, তাদের কলেজের অধ্যক্ষ ছিলেন ভাইরাস। সেই চরিত্রের কথা মাথায় রেখেই মাধবন লিখেছেন, অবশেষে তাঁদের ধরতে সক্ষম হয়েছে ভাইরাস ।