Home আপডেট করোনার কোপে লিটল মাস্টার,আপাতত গৃহবন্দী

করোনার কোপে লিটল মাস্টার,আপাতত গৃহবন্দী

করোনার কোপে লিটল মাস্টার,আপাতত গৃহবন্দী

করোনার আক্রান্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেণ্ডুলকর। শনিবার সকালে লিটল মাস্টার নিজেই ট্যুইট করে জানালেন একথা। পাশাপাশি তাঁর পরিবারের বাকি সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আপাতত নিজেকে ‘গৃহবন্দি’ করেছেন সচিন।

এদিন সকালে ট্যুইটারে নিজের করোনা পজিটিভের খবর জানান সচিন তেণ্ডুলকর। প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি সেখানে লেখেন, ‘আমার মধ্যে স্বল্প উপসর্গ দেখা দেওয়ায় আমি কোভিড টেস্ট করাই। তার রিপোর্ট আজ পজিটিভ এসেছে। আপাতত নিজেকে গৃহবন্দি রেখেছি। চিকিত্‍সকদের পরামর্শ মেনে চলছি। তবে আমার পরিবারের বাকি সদস্যদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।’ এই প্রতিকূল অবস্থার মধ্যেও দেশের মানুষের জন্য লাগাতার সেবা করায় ট্যুইটের মাধ্যমে তিনি ধন্যবাদ জানিয়েছেন দেশের সকল চিকিত্‍সক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের। উল্লেখ্য, সম্প্রতি মাস্টার ব্লাস্টার মহারাষ্ট্রে আয়োজিত ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ খেলে বাড়ি ফিরেছিলেন। সকল প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়েছিল এই সিরিজ। এই খেলায় সচিন ছাড়াও অংশ নিয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ, ষুবরাজ সিং, মহম্মদ কাইফের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা।