Home আপডেট Raj Bhawan: সন্দেশখালির মহিলাদের সুরক্ষায় রাজভবনে ‘পিস হোম’, থাকতে পারবেন বিপন্ন নারীরা

Raj Bhawan: সন্দেশখালির মহিলাদের সুরক্ষায় রাজভবনে ‘পিস হোম’, থাকতে পারবেন বিপন্ন নারীরা

Raj Bhawan: সন্দেশখালির মহিলাদের সুরক্ষায় রাজভবনে ‘পিস হোম’, থাকতে পারবেন বিপন্ন নারীরা

[ad_1]

সন্দেশখালিতে শাসক দলের সন্ত্রাসের শিকার মানুষের জন্য রাজভবনে ‘পিস হোম’ চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের ৩টি ঘরকে পিস হোমের রূপ দেওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, সন্দেশখালির কোনও বাসিন্দা বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগলে রাজভবনের পিস হোমে থাকতে পারেন।

সোমবার রাজভবনের ৩টি ঘরকে পিস হোমের রূপ দেওয়া হয়। প্রধানত রাজ ভবনের নিরাপত্তারক্ষীদের আবাসন হিসাবে ব্যবহার করা হয় এই ঘরগুলি। সেগুলিতেই সন্দেশখালির বিপন্ন বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

রাজ্যপাল জানিয়েছেন, আমি কোনও রাজনৈতিক লোক নই। রাজনৈতিক মন্তব্য করা আমার কাজ নয়। আমার কাজ সংবিধানের শাসন প্রতিষ্ঠা করা। স্বাভাবিক অবস্থা ফেরানো ও মানুষের মধ্যে আস্থা ফেরানো। আমি সেই কাজ করছি। আমি চাই সন্দেশখালিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরুক।

এদিন সন্দেশখালি সফরের পর রাজ ভবনে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। রাজ্যপালে সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সন্দেশখালির মহিলাদের জন্য অনেক কিছু করছেন রাজ্যপাল। সন্দেশখালির মহিলারা তাঁকে রাখী পরিয়েছিলেন। তাই আজ তিনি রাজভবনে বোনদের সুরক্ষিত রাখতে পিস হোম বানিয়েছেন। তবে মহিলারা তাঁদের নিজের বাড়িতেই নিরাপত্তা চান।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here