Home আপডেট Sadhus allegedly beaten in Purulia: ‘গুজবের জেরে’ পুরুলিয়ায় ৩ সাধুকে ‘গণপিটুনি’, ভিডিয়ো দিয়ে মমতাকে নিশানা BJP-র

Sadhus allegedly beaten in Purulia: ‘গুজবের জেরে’ পুরুলিয়ায় ৩ সাধুকে ‘গণপিটুনি’, ভিডিয়ো দিয়ে মমতাকে নিশানা BJP-র

Sadhus allegedly beaten in Purulia: ‘গুজবের জেরে’ পুরুলিয়ায় ৩ সাধুকে ‘গণপিটুনি’, ভিডিয়ো দিয়ে মমতাকে নিশানা BJP-র

[ad_1]

গঙ্গাসাগর মেলার জন্য আসা তিন সাধুকে মারধরের অভিযোগ উঠল পুরুলিয়ায়। অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে আসা ওই তিন সাধুর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। করা হয় মারধর। যে ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা তার জ্বলন্ত নিদর্শন। আবার একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংল) টুইট করে বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালবিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ভয়ংকর ঘটনা ঘটেছে। পালঘরের মতো গণপিটুনির ঘটনায় সাধুদের জামাকাপড় খুলে নিয়েছে এবং মারধর করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত থাকা দুষ্কৃতীরা। যাঁরা (সাধুরা) মকর সংক্রান্তির জন্য গঙ্গাসাগরে যাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা রাজ্যের সুরক্ষা পায় এবং সাধুদের গণপিটুনির মুখে পড়তে হয়। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ।’ ওই টুইটের সঙ্গে #SaveBengal (বাংলাকে বাঁচান) হ্যাশট্যাগও ব্যবহার করেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান।

বিষয়টি নিয়ে পুলিশ বা প্রশাসনের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। তবে একটি মহলের দাবি, উত্তরপ্রদেশের বরেলি থেকে রাঁচি হয়ে গঙ্গাসাগরে যাচ্ছিলেন ওই তিন সাধু। সেজন্য রাঁচি থেকে পুরুলিয়া আসেন। অভিযোগ, কাশীপুরের কাছে তাঁরা শারীরিক নির্যাতনের শিকার হন। তাঁদের নিয়ে কোনও গুজব ছড়িয়ে পড়েছিল। তার জেরে তাঁদের মারধর করা হয়ে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Locket Chatterjee: সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে শাহজাহানকে আঁচলের নীচে লুকিয়ে রেখেছেন মমতা: লকেট

বিজেপির দাবি, রাতের দিকে ওই তিন সাধুকে কাশীপুর থানা থেকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়িতে নিয়ে আসা হয়েছে। যে ঘটনা নিয়ে মমতা সরকারকে তুমুল আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়রাও। দু’জনেই দাবি করেন যে সন্দেশখালি কাণ্ডের শাহজাহানকে (রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি) সুরক্ষা দিয়ে রাখছে মমতার সরকার। অন্যদিকে সাধুদের উপর হামলা চালানো হচ্ছে। যদিও বিজেপির অভিযোগে পাত্তা দিচ্ছে না তৃণমূল। বরং জেলা তৃণমূলের দাবি, ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

পালঘর গণপিটুনির ঘটনা কী?

২০২০ সালের ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে সেই গণপিটুনির ঘটনা ঘটেছিল। গুজবের জেরে দুই সাধুকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাঁরা সুরাটে যাচ্ছিলেন। সেইসময় পালঘরের কাছে তাঁদের গাড়ি আটকেছিলেন কয়েকজন গ্রামবাসী। শিশু অপহরণকারী এবং অঙ্গ পাচারকারী সন্দেহে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়েছিল। যে ঘটনায় ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ভুয়ো ভিডিয়ো ছড়াতে পারে বিজেপি, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here