Home আপডেট Salary hike for Bengal MLAs and Ministers: নিজের বেতন বাড়ালেন না মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রী–বিধায়কদের বাড়িয়ে দিলেন

Salary hike for Bengal MLAs and Ministers: নিজের বেতন বাড়ালেন না মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রী–বিধায়কদের বাড়িয়ে দিলেন

Salary hike for Bengal MLAs and Ministers: নিজের বেতন বাড়ালেন না মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রী–বিধায়কদের বাড়িয়ে দিলেন

[ad_1]

নিজের বেতন বাড়ালেন না। তিনি রাজ্য সরকারের বেতন নেন না। এই কথা তিনি নিজে মুখেই বহুবার স্বীকার করেছেন। নিজের লেখা বইয়ের রয়্যালটি এবং ছবি এঁকে যেটুকু রোজগার হয় তাই দিয়েই জীবনযাপন করেন তিনি। একেবারে সাধারণের থেকে সাধারণভাবে থাকেন তিনি। কোনও বৈভব তাঁকে স্পর্শ করেনি। এবারও দুর্গাপুজোর প্রাক্কালে তিনি সমস্ত বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বাড়িয়ে দিলেন। কিন্তু নিজের ক্ষেত্রে সেটা কার্যকর করলেন না। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও বাড়ালেন না নিজের বেতন।

এদিকে আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রী এবং বিধায়কদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্য বিধানসভার মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বেতন বৃদ্ধি কিন্তু শুধু নিজের মন্ত্রী–বিধায়কদের জন্য নয়। বিরোধী আসনে বসা বিধায়করাও বর্ধিত বেতন পাবেন। সেটা পাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন বাড়ালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

অন্যদিকে এতদিন রাজ্যের বিধায়করা মাসে ১০ হাজার টাকা ভাতা পেতেন। এখন থেকে সেই ভাতা বেড়ে হচ্ছে ৫০ হাজার টাকা। যা শুনে রাজ্যের বিধায়কদের মুখে হাসি ফুটেছে। আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও এই বর্ধিত বেতন পাবেন। একইভাবে এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ছিল ভাতা–সহ ১ লাখ ১০ হাজার টাকা। এদিন মুখ্যমন্ত্রী ৪০ হাজার টাকা বাড়িয়ে দিলেন। সুতরাং সেটা বেড়ে হল দেড় লাখ টাকা। প্রতিমন্ত্রীদের মোট বেতন ভাতা–সহ ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। নতুন নিয়মে তাঁরা পাবেন ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। বিধায়কদের মোট বেতন–ভাতা ছিল ৮১ হাজার টাকা। এখন থেকে সমস্ত বিধায়করা প্রত্যেক মাসে পাবেন ১ লাখ ২১ হাজার টাকা।

আরও পড়ুন:‌ পর্যটকদের জন্য সুখবর, এবার খুলে যাচ্ছে জঙ্গল সাফারি, চলছে পুরোদমে প্রস্তুতি

এই খবর এখন রাজ্য–রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। কারণ যে বিজেপি বিরোধী আসনে বসে এই সরকারের কুৎসা, অপপ্রচার থেকে শুরু করে বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁদেরও বেতন বেড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই নিয়ে দু’‌বার বেতন বাড়ল মন্ত্রী–বিধায়কদের। এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’‌ এবার এক ধাক্কায় মন্ত্রী–বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় বৈষম্য অনেকটা ঘুচল বলেই মনে করছেন সবাই।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here