Home আপডেট Suvendu Adhikari: গেঞ্জি পরে বিধানসভায় শুভেন্দু, গেরুয়া দিয়ে লেখা পশ্চিমবঙ্গ দিবস, রেগে গেলেন স্পিকার

Suvendu Adhikari: গেঞ্জি পরে বিধানসভায় শুভেন্দু, গেরুয়া দিয়ে লেখা পশ্চিমবঙ্গ দিবস, রেগে গেলেন স্পিকার

Suvendu Adhikari: গেঞ্জি পরে বিধানসভায় শুভেন্দু, গেরুয়া দিয়ে লেখা পশ্চিমবঙ্গ দিবস, রেগে গেলেন স্পিকার

[ad_1]

বিধানসভায় এবার গেঞ্জি বিতর্ক। বৃহস্পতিবার বিজেপি বিধায়করা একটি বিশেষ টি শার্ট ধরনের পরে বিধানসভায় এসেছিলেন। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বার্তা দেওয়ার জন্যই তাঁরা এভাবে সাদা টি শার্ট পরে বিধানসভায় আসেন। আর এভাবে টিশার্ট পরে বিধানসভায় আসা নিয়ে আপত্তি তোলেন খোদ স্পিকার। ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দেন, গেঞ্জি পরে আসাটা ঠিক নয়। এটা করতে পারেন না।

কিন্তু কেন আচমকা সাদা রঙের টি শার্ট পরে বিধানসভায় এলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা? আসলে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিশেষ বার্তা দেওয়ার জন্য় তাঁরা এই পথ নেন। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এই বিষয়টিকে সামনে আনার চেষ্টা করেন বিজেপি বিধায়করা।

এদিকে রাজ্য সরকার সম্প্রতি পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য় উদ্যোগ নিয়েছে। এদিকে বিজেপির পক্ষ থেকে আগেই ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের উদ্যোগ নেওয়া হয়। এমনকী খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। এনিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিল।

আর বৃহস্পতিবার সেই পশ্চিমবঙ্গ দিবসের প্রসঙ্গ নতুন করে তুলে জামা বা পাঞ্জাবির উপর সাদা টি শার্ট পরে তাতে গেরুয়া দিয়ে পশ্চিমবঙ্গ দিবস লিখে সেই বিতর্কে ঘি ঢাললেন বিজেপি বিধায়করা। তবে এনিয়ে স্পিকার সতর্ক করে দেন বিজেপি বিধায়কদের। তিনি জানিয়ে দেন, এভাবে গেঞ্জি পরে বিধানসভায় আসবেন না। এমনকী স্পিকার প্রশ্ন করেন আপনি দায়িত্বশীল নাগরিক ও বিধায়ক। আজ কি তাহলে গেঞ্জি কথা বলবে?

 

তবে এতে অবশ্য দমেননি বিজেপি বিধায়করা। তাঁরা একেবারে পুরোদমে সেই গেঞ্জি পরে বিধানসভায় আসেন।

শুভেন্দু অধিকারী এক্স প্লাটফর্মে লিখেছেন, প্রায় ৬০জন বিধায়ককে নিয়ে রাজভবনের দিকে যাব। রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেব। সরকার আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। ১৯৪৭ সালের ২০ জুন আমাদের রাজ্য তৈরি হয়েছিল। ভারত কেশরী শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে মুছে ফেলার জন্য় সরকার চেষ্টা করছে। তার বিরোধিতা করেছে বিজেপি। বাঙালি হিন্দুদের বাসভূমি হিসাবে এই রাজ্যকে গড়ে তোলা হয়েছিল। লিখেছেন শুভেন্দু।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here