Home আপডেট Sandeshkhali Attack: শেখ শাহজাহানের ভাই আলমগিরকে গ্রেফতার করল CBI

Sandeshkhali Attack: শেখ শাহজাহানের ভাই আলমগিরকে গ্রেফতার করল CBI

Sandeshkhali Attack: শেখ শাহজাহানের ভাই আলমগিরকে গ্রেফতার করল CBI

[ad_1]

সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির। শনিবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সঙ্গে হাজিরা দেন আরও ২ জন। দিনের শেষে সিবিআই সূত্রে জানা যায়, ৩ জনকেই গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

গত বৃহস্পতিবার আলমগিরকে হাজিরা দিতে বলেছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা দেন শনিবার। এদিন নিজাম প্যালেসে ঢোকার সময় সাংসবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামে আরও ২ জনকে। এদের মধ্যে মাফুজার সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি। এই নিয়ে সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় ১৪ জনকে হেফাজতে নিল CBI. তাদের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে তারা।

ঝ তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার জন্য লোক জড়ো করতে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিলেন আলমগির। হামলার সময় সেখানে হাজির ছিলেন তিনি। শেখ শাহজাহান পলাতক থাকাকালীন শেখ আলমগিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এছাড়া এদিন ধৃতদের বাকি ২ জনকেও ঘটনাস্থলে দেখা গিয়েছিল বলে জানিয়েছে CBI.

আলমগিরের গ্রেফতারিতে সন্দেশখালির সিপিএম নেতা নিরাপদ সরদার বলেন, ‘এ তো সবে শুরু, সন্দেশখালির সমস্ত দ্বীপে এক এক জন করে শেখ শাহজাহান রয়েছে। তাদের গ্রেফতার না করলে সন্দেশখালির মা – বোনেরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here