Sandeshkhali Update: মুখ পুড়ল মমতার প্রশাসনের, সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করল কলকাতা হাইকোর্ট


সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ওই নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এর পর তো গোটা কলকাতায় ১৪৪ ধারা জারি করে দেবেন। এমনকী অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই গ্রামবাসীদের অভিযোগের তদন্ত করছেন শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।

সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবিতে দায়ের মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, একটা – দু’টো এলাকায় ১৪৪ ধারা জারি করা হলে বুঝতাম। আপনারা তো গোটা সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করে দিয়েছেন। এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না কি? এর পরে তো কোন দিন গোটা কলকাতায় ১৪৪ ধারা জারি করে দেবেন।

আরও পড়ুন: বাড়িতে ইডি, বড়ঞার অনুপ্রেরণায় কৈখালির বহুতল থেকে মোবাইল ছুড়লেন শেয়ার ব্যবসায়ী

এই মামলায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার গ্রামবাসীদের দুষ্কৃতীদের বিরুদ্ধে সংগঠিত করছেন। তাঁকে গ্রেফতার করে ৪ দিন আটকে রেখেছে। গ্রামবাসীরা বলছেন, পুলিশের ওপর তাদের ভরসা নেই। পুলিশই তাদের ওপর অত্যাচার করেছে। অথচ কোনও পুলিশকর্মীর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। তখন বিচারপতি বলেন, অভিযুক্ত পুলিশকর্মীরা কী করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে পারেন?

আরও পড়ুন: বাড়িতে ইডি, বড়ঞার অনুপ্রেরণায় কৈখালির বহুতল থেকে মোবাইল ছুড়লেন শেয়ার ব্যবসায়ী

বিচারপতি আরও বলেন, সন্দেশখালিতে ওঠা অভিযোগ গুরুতর। সেখানে জনজাতিভুক্ত মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে। মেয়েদের সম্ভ্রম লুঠ করার অভিযোগ রয়েছে।

এর পরই রাজ্যে ১৪৪ ধারা জারির প্রশাসনিক নির্দেশকে বাতিল  ঘোষণা করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, কেন সেখানে সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে তা রাজ্যের ব্যাখ্যা থেকে স্পষ্ট নয়। বিস্তীর্ণ এলাকায় এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না। প্রয়োজন হলে পুলিশ উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করতে হবে। 

বলে রাখি সন্দেশখালিকাণ্ডে মঙ্গলবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। এদিন বিচারপতি বলেন, ‘সন্দেশখালিতে ২টি গুরুতর অভিযোগ উঠেছে। সেখানে কোনও অনুমতি ছাড়া জনজাতিভুক্ত মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে। সঙ্গে মহিলারা তাঁদের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন। মানুষ আদালতের ভরসায় রাতে নিশ্চিন্তে ঘুমাতে যায়। তাই এটাই এব্যাপারে হস্তক্ষেপের সঠিক সময়।’

একথা বলে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে অভিযোগের তথ্যানুসন্ধানের জন্য আদালত বান্ধব নিয়োগ করেছে আদালত। ২০ ফেব্রুয়ারির মধ্যে সব পক্ষের সঙ্গে কথা বলে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সঙ্গে এই ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে ওই দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

39 seconds ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

28 mins ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

56 mins ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

1 hour ago

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে…

2 hours ago

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি…

3 hours ago