Home আপডেট Sandeshkhali Update: সন্দেশখালিতে গোলমাল পাকিয়েছে CPM ও BJP, সংবাদমাধ্যমে হাজির হয়ে বললেন শিবু হাজরা

Sandeshkhali Update: সন্দেশখালিতে গোলমাল পাকিয়েছে CPM ও BJP, সংবাদমাধ্যমে হাজির হয়ে বললেন শিবু হাজরা

Sandeshkhali Update: সন্দেশখালিতে গোলমাল পাকিয়েছে CPM ও BJP, সংবাদমাধ্যমে হাজির হয়ে বললেন শিবু হাজরা

[ad_1]

তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। গণরোষ থেকে বাঁচতে ১ সপ্তাহ ধরে আত্মগোপন করে রয়েছেন তিনি। সেই তৃণমূল নেতা শিবু হাজরা এবার মুখ খুললেন সংবাদমাধ্যমের সামনে। যাতে গ্রামবাসীদের একাংশের দাবি, মঙ্গল পার্থ ভৌমিকসহ তৃণমূল নেতৃত্ব সন্দেশখালি ঘুরে যাওয়ার পর দুষ্কৃতীরা ফের বুকে বল পেয়েছে।

এদিন শিবু সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে পুরো উলটো গল্প শোনান। বলেন, গত বুধবার ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তখন সিপিএম ও বিজেপি মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তিনি দাবি করেন, বাম জমানায় সন্দেশখালিতে বিরোধীদের ওপর চরম নির্যাতন চলত। নিরাপদ সরদার বিধায়ক থাকাকালীন সন্দেশখালিতে দিনে দুপুরে খুন হত। আমার ওপরেও অনেক অত্যাচার করেছে। সিপিএমের অত্যাচারে আমি বাড়ি ফিরতে পারতাম না। নদীর পাড়ে রাত কাটাতে হত। সন্দেশখালিতে উত্তেজনা ছাড়ানোর যাবতীয় দায় সিপিএম নেতা নিরাপদ সরদার ও বিজেপি নেতা বিকাশ সিংয়ের ওপর ঠেলেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা বরং সন্দেশখালিকে শান্ত করেছি। মানুষ এখন এখানে শান্তিতে বসবাস করতে পারে।’

মহিলাদের সম্ভ্রম হানির অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমি কাউকে রাতে ডাকিনি। দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। সেখানে হাজির হওয়ার জন্য কাউকে কখনও জোর করা হয়নি।’

যদিও সন্দেশখালির মহিলাদের দাবি, রাত বিরেতে তৃণমূলের বৈঠকের নামে শিবু হাজরার বাগানবাড়িতে গ্রামের বধূদের ডেকে পাঠানো হত। দীর্ঘক্ষণ চলত সেই বৈঠক। তার পর সমস্ত মহিলাদের বাড়ি ফিরে যেতে বললেও ‘সুশ্রী’, ‘কম বয়সী’ মহিলাদের কথা আছে বলে আটকে রাখা হত। ভোর রাতে কখনও শিবু হাজরার বাগানবাড়ি থেকে কখনও তৃণমূলের পার্টি অফিস থেকে বেরোতে দেখা যেত তাঁদের।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here