Home আপডেট Shahjahan Sheikh: দিদি কী বার্তা দেন, অপেক্ষায় ছিলেন শাহজাহান ঘনিষ্ঠরা! মিষ্টিমুখও হয়েছে?

Shahjahan Sheikh: দিদি কী বার্তা দেন, অপেক্ষায় ছিলেন শাহজাহান ঘনিষ্ঠরা! মিষ্টিমুখও হয়েছে?

Shahjahan Sheikh: দিদি কী বার্তা দেন, অপেক্ষায় ছিলেন শাহজাহান ঘনিষ্ঠরা! মিষ্টিমুখও হয়েছে?

[ad_1]

শেখ শাহজাহান। দিনের পর দিন ধরে তার পাত্তা নেই। ইডি খুঁজছে তাকে। কিন্তু কোথায় গেলেন শাহজাহান? তার খোঁজ নেই এখনও। তবে এবার শাহজাহান নিয়ে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধায়ায়। 

এদিকে সূত্রের খবর, শাহজাহান সম্পর্কে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কী অবস্থান নেন সেদিকেই কার্যত তাকিয়ে ছিলেন তার ঘনিষ্ঠরা। এদিকে মুখ্য়মন্ত্রী এনিয়ে মুখ খোলার পরে কিছুটা হলেও আশ্বস্ত হন শাহজাহান ঘনিষ্ঠরা। এমনকী সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শাহজাহান ঘনিষ্ঠরা মিষ্টি বিলি করেছিলেন বলেও খবর। এমনকী ঘনিষ্ঠদের একাংশ নাকি ইতিমধ্য়েই ভাবতে শুরু করেছেন নেত্রী হয়তো শাহজাহানের পাশে এখনও রয়েছেন। আর তারপর থেকেই শাহজাহান ঘনিষ্ঠদের মধ্য়ে এনিয়ে বেশ চাপা স্বস্তি রয়েছে বলে খবর। 

তবে এবারই প্রথম নয়, এর আগেও শাহজাহান সম্পর্কে বেশ নরম সুর ছিল তৃণমূলের তাবড় নেতৃত্বের। কিন্তু গ্রামবাসীদের এত ক্ষোভ থাকা সত্ত্বেও কেন শেখ শাহজাহান সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সরাসরি কোনও বিরুদ্ধ মন্তব্য করতে চান না তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। তবে কি শেখ শাহজাহানকে আড়াল করতে চাইছে তৃণমূল? এটা মানতে চান না তৃণমূলের নেতৃত্ব। অনেকেরই দাবি আইন আইনের পথে চলবে। কিন্তু প্রশ্ন উঠছে এত গ্রামবাসী সমস্বরে শাহজাহানের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তার পরেও কেন শেখ শাহজাহানদের বিরুদ্ধে দলগত কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

এদিকে শেখ শাহজাহান কোথায় গেলেন সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। শেখ শাহজাহান কোথায়? গত কয়েকদিন ধরে এই প্রশ্নের উত্তর মিলছে না কিছুতেই। তিনি কোথায় গেলেন তা নিয়ে তৃণমূলের নেতারা নানা কথা বলছেন। কারোর কাছে তিনি আবার প্রায় স্বাধীনতা সংগ্রামীর মতো, কেউ আবার তাঁকে ভদ্রলোক বলে দাবি করছেন।

এদিকে সেই সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের নাকি নাগালই পাচ্ছে না পুলিশ। তবে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন শেখ শাহজাহান। কিন্তু আগাম জামিনের আবেদন করতে গেলেও তো সই করতে হয়। কিন্তু যাকে পাওয়া যাচ্ছে না তিনি সই করলেন কীভাবে?

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় শেখ শাহজাহান নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, শেখ শাহজাহান কী করেছে? ঘটনা যেদিন ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল বলে জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি। আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত। এই ঘটনাটা না ঘটলেই ভালো হত। যে ঘটনাটা তার বাড়ির বাইরে ঘটেছে সেটা কে ঘটিয়েছে সেটা তো তদন্ত ছাড়া বলা যাবে না। কেস তো বিচারাধীন। ইডি মামলা করেছে। সিট গঠন করে তদন্তও হচ্ছে। যতক্ষণ না তদন্তে কোনও ফয়সলা হচ্ছে ততক্ষণ আমি কী করে বলতে পারি এর পিছনে কে আছে?

অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন। পুলিশকে না জানালে কিন্তু সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে? আর তার পর যদি কিছু ঘটে তাহলে তার দায় কি পুলিশকে দেওয়া যায় না।’ সেই সঙ্গেই অভিষেকের সংযোজন, ‘কলকাতা থেকে সাত সকালে ইডি আধিকারিকরা পৌঁছনোর কয়েক মিনিটের মধ্যে সংবাদমাধ্যম সেখানে পৌঁছে গেল। কিন্তু স্থানীয় পুলিশ জানতে পারল না। আমি কোনও ঘটনা সমর্থন করছি না। যেটা হয়েছে শুধু সেটা বলছি’।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here