Home আপডেট Shawkat Mollah on Abhijit Ganguly: চন্দ্রবোড়াকে কী করে ঝুলিতে পুরতে হয় মমতা, অভিষেক জানেন, দাবি শওকত মোল্লার

Shawkat Mollah on Abhijit Ganguly: চন্দ্রবোড়াকে কী করে ঝুলিতে পুরতে হয় মমতা, অভিষেক জানেন, দাবি শওকত মোল্লার

Shawkat Mollah on Abhijit Ganguly: চন্দ্রবোড়াকে কী করে ঝুলিতে পুরতে হয় মমতা, অভিষেক জানেন, দাবি শওকত মোল্লার

[ad_1]

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচারপতির আসন থেকে যেভাবে বিজেপির প্রার্থী হয়েছেন তাতে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যেতে বাধ্য। আর নিজেকে চন্দ্রবোড়ার থেকে বেশি বিষধর বলছেন। সেই বিষধর সাপকে কিভাবে ঝাঁপিতে ভরে ফেলতে হয় সেটা জানা আছে তৃণমূলের। বিচারপতি থেকে রাজনীতিক হওয়া অভিজিৎবাবুকে এই ভাষাতেই আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

আরও পড়ুন: গার্ডেনরিচের জের, ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ, তালিকা করে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ

শওকাত বলেন, উনি নিজেকে যতই বিষধর সাপ ভাবুন, মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বড় ওঝা। ওনাকে কিভাবে ঝাঁপিতে পুরে ফেলতে হবে সেটা তাঁদের জানা আছে। আর তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই বিজেপিকে ওখানে ল্যাজে গোবরে করে ফেলেছেন। মঙ্গলবার জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই কটাক্ষ করেন শওকত।

আরও পড়ুন: ‘‌আমরা সু্প্রিম কোর্টের তত্ত্বাবধানে ২০২৪ নির্বাচন চাই’‌, বিজেপিকে ঠুকে দাবি ডেরেকের

এছাড়াও এদিন নওশাদকে আরও একবার আক্রমণ করেন করেন শওকত। বিজেপিকে পিছনের দরজা দিয়ে এ রাজ্যে ঢোকানোর পথ আইএসএফই মজবুত করছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, এদিনের মঞ্চ থেকে সিএএ এবং এনআরসি নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শওকত মোল্লা, প্রতিমা মণ্ডলরা। বলেন, মানুষকে ভয় দেখিয়ে ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে বিজেপি। কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হবে না। এ রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৩৫ আসন তৃণমূল জিতবে বলে দাবি করেন শওকত মোল্লা। রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় সর্বাধিক মার্জিনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল জয়লাভ করবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here