Sheikh Shah Jahan arrest:‘সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলল,’ রাজ্যপালের দেওয়া সময়সীমায় গ্রেফতার শাহজাহান


উত্তপ্ত সন্দেশখালি নিয়ে রিপোর্ট চেয়ে মঙ্গলবার শাহজাহান শেখের গ্রেফতারির সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একাধিক প্রশ্ন তুলে স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন। তাঁর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই শেখ শাহজাহানকে গ্রেফতার করল পুলিশ। তিনি বলেছিলেন সুড়ঙ্গের শেষে আলো থাকবে। সেই একই কথা মনে করালেন গ্রেফতারির পর।

এদিন রাজ্যপাল বলেন, ‘আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো থাকবে। এটাই গণতন্ত্র। আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু তা করা হয়েছে। এটি প্রত্যেকের জন্য একটি শিক্ষা। এখন, আসুন আশা করি আইনের শাসনের একটি নতুন ভোর ফিরে আসবে বাংলায়। আমি আনন্দিত যে ভাল জিনিস ঘটছে।’

আরও পড়ুনছ ‘ভারতীয়ই নন’, ট্রেকারের হেল্পার থেকে ‘সন্দেশখালির বাঘ’, কে এই শেখ শাহজাহান?

মঙ্গলবার একাধিক প্রশ্ন তুলে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে রিপোর্ট চান রাজ্যপাল। ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত বিষয় জানতে চেয়ে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেন তিনি। ওই ৭২ ঘণ্টার মধ্যে শাহজাহানকে গ্রেফতার করারও নির্দেশ দেন বলে রাজভবন সূত্রে খবর এমনটাই।

এর আগেও শেখ শাহাজানের গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। এবার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চান সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, সন্দেশখালির আন্দোলন শুরু হওয়ার পর থেকে তার উপর নজর রেখেছিলেন রাজ্যপাল। সেই উত্তজনের মাঝে তিনি নিজে সন্দেশখালি যান। মানুষের সঙ্গে কথা বলে প্রশাসনিক তথ্য নিয়ে তিনি একটি রিপোর্টকার্ডও তৈরি করেন। সেই রিপোর্ট কার্ডে রাজ্য সরকারকে পরামর্শ দেন মানুষের ক্ষোভ প্রশমনে কী কী করতে হবে।

আরও পড়ুন:  গ্রেফতার শেখ শাহজাহান, ৫৫ দিন কোথায় ‘লুকিয়ে’ ছিলেন ‘সন্দেশখালির বাঘ’?

একই সঙ্গে তিনি শেখ শাহজাহানকে গ্রেফতারির কথাও বলেন।

শেষ পর্যন্ত আদালতের নির্দেশ পেয়ে পুলিশ সক্রিয় হয় সন্দেশখালির তৃণমূল নেতাকে গ্রেফতারিতে। সেই সময় রাজ্যপাল বোস তাঁকে গ্রেফতারির জন্য ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন।

দীর্ঘ ৫৫ দিন পর শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, তৃণমূল নেতাকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যপালের মতে যা, ‘সুড়ঙ্গের শেষে আলো।’

আরও পড়ুন। এতদিনে নামল ‘গলার কাঁটা’, অস্বস্তি কাটিয়ে শাহজাহানের গ্রেফতারির ‘ক্রেডিট’ নিতে ঝাঁপ তৃণমূলের

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

1 hour ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

1 hour ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

4 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

13 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

14 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

14 hours ago