Home আপডেট Sheikh Shahjahan: ২১ দিন ধরে নিখোঁজ, প্রজাতন্ত্র দিবসে শাহজাহানের FB পেজে ভেসে উঠল তেরঙার ছবি

Sheikh Shahjahan: ২১ দিন ধরে নিখোঁজ, প্রজাতন্ত্র দিবসে শাহজাহানের FB পেজে ভেসে উঠল তেরঙার ছবি

Sheikh Shahjahan: ২১ দিন ধরে নিখোঁজ, প্রজাতন্ত্র দিবসে শাহজাহানের FB পেজে ভেসে উঠল তেরঙার ছবি

[ad_1]

সন্দেশখালিতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। তিনি কোথায় লুকিয়ে আছেন, তার কোনও হদিশ পাচ্ছে না পুলিশ। এরইমধ্যে শুক্রবার প্রজাতন্ত্র দিবসে শাহজাহানের ফেসবুক পেজ থেকে আচমকা একটি পোস্ট করা হয়েছে। তা ঘিরে জল্পনা শুরু হয়েছে। এবার এই পোস্টের সূত্র ধরে শাহজাহানের খোঁজ করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: শেখ শাহজাহান কোথায়? এতদিনে সম্ভাব্য ঠিকানা জানালেন রাজ্যের কারামন্ত্রী

জানা গিয়েছে, শাহজাহানের ফেসবুক পেজ থেকে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করা হয়েছে। তবে এই ছবিতে ঘিরে কোনও ক্যাপশন বা অন্য কোনও লেখা পোস্ট করা হয়নি। যদিও সেই ছবিটি শাহজাহান নিজে পোস্ট করেছেন নাকি অন্য কেউ পোস্ট করেছেন, সে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। 

তবে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর জন্য যে এই পোস্ট সে বিষয়ে নিশ্চিত আধিকারিকরা। শাহজাহান আদৌও সেই পোস্ট করেছেন কিনা, তা জানার জন্য আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, যে ফেসবুক পেজে পোস্টটি করা হয়েছে সেই পেজে প্রথমে লেখা রয়েছে এটি শেখ শাহজাহানের অফিসিয়াল পেজ। তাছাড়া সেখানে শেখ শাহজাহানের পরিচয় হিসেবে লেখা রয়েছে, উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা কর্মাধ্যক্ষ। ফেসবুক পোস্টে ঘিরে স্বাভাবিকভাবে জল্পনা তুঙ্গে। এই পেজের ফলোয়ার সংখ্যা রয়েছে ২৩ হাজার। তাছাড়া এই ফেসবুক পেজে যে ধরনের পোস্ট রয়েছে, তা সবই শাহজাহানকে নিয়ে। তাকে ঘিরে ভিডিয়ো, ছবি পোস্ট করা হয়েছে। পেজ থেকে দেখা গিয়েছে, শেষ পোস্ট করা হয়েছে গত ২ জানুয়ারি অর্থাৎ সন্দেশখালির ঘটনার কয়েকদিন আগেই।

প্রসঙ্গত, শাহজাজান কোথায় লুকিয়ে আছেন, তা নিয়ে এখন সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। শুক্রবার প্রজাতন্ত্র দিবসে হাসনাবাদে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, শাহজান গর্তে লুকিয়ে রয়েছে। যদিও তার বিরোধিতা করে পালটা বিজেপিকে আক্রমণ করে তৃণমূল। তবে এই মুহূর্তে শাহজাহানের এই পোস্ট দেখেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, শাহজাহানের হদিশ না পাওয়ায় এর আগে রাজ্য পুলিশকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আর তার পরেই সামনে এল তৃণমূল নেতার এই ফেসবুক পোস্ট।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here