Home ব্লগবাজি “Si Tu Me Olvidas” পাবলো নেরুদা-র কবিতার ভাবানুবাদ ~ সোমাদ্রি সাহা

“Si Tu Me Olvidas” পাবলো নেরুদা-র কবিতার ভাবানুবাদ ~ সোমাদ্রি সাহা

“Si Tu Me Olvidas” পাবলো নেরুদা-র কবিতার ভাবানুবাদ ~ সোমাদ্রি সাহা

“Si Tu Me Olvidas”
পাবলো নেরুদা-র কবিতার ভাবানুবাদ
“তুমি যদি আমায় ভুলে যাও”
আমি তোমাকে একটি জিনিস
জানাতে চাই।
তুমি জানো কিভাবে এটি হল:
যদি আমি তাকাই
স্ফটিকময় চাঁদের দিকে, মন্থর শরতের
লাল শাখায় আমার জানালায়,
আগুনের কাছাকাছি
যদি আমি স্পর্শ করি
অবোধ্য সে ছাই
অথবা অচেতন কুঁচকানো দেহের,
সমস্তই আমাকে তোমার কাছে বহন করে আনে
মনে হয় যেন সমস্ত কিছুর অস্তিত্ব রয়েছে,
সুগন্ধী, আলো, ধাতুগুলি,
ছোট্ট তরীগুলি
যা পাল তুলেছে
তোমার দ্বীপের দিকে যা আমার জন্য অপেক্ষা করছে।
এখন ভালো,
যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আমাকে ভালোবাসা তুমি বন্ধ করো
আমিও তোমাকে একটু একটু করে ভালোবাসায় বন্ধন আনব।
যদি হঠাৎ
তুমি আমাকে ভুলে যাও
আমাকে না খোঁজ,
তার জন্য আমি তোমাকে ইতিমধ্যেই ভুলেছি।
তুমি যদি মনে করো এটি দীর্ঘ এবং পাগলামো,
বাতাসের ধ্বজাগুলো
আমার আয়ুষ্কাল দিয়ে বয়ে যায়,
এবং তুমি সিদ্ধান্ত নিয়েছ
তীরে আমাকে হৃদয় থেকে ছেড়ে চলে যাবে
যেখানে আমার শিকড় রয়েছে,
মনে রেখো
যে সেই দিনে,
ঠিক সেই মুহূর্তে,
আমি আমার হাত উঁচু করব
এবং আমার শিকড়গুলো অন্য উপত্যকার চাওয়ায়
যাত্রা করবে।
কিন্তু
যদি প্রতিদিন,
প্রতিটি ঘন্টা,
তুমি মনে করো যে তুমি নির্দয় মাধুরী দিয়ে
আমার জন্যই ধার্য,
যদি প্রতিদিনের ফুল
আমার খোঁজে তোমার ঠোঁট পর্যন্ত বেয়ে ওঠে,
অই আমার প্রেম, অই আমার নিজের,
আমাকে সমস্তটুকু সেই উষ্ণতার পুনরাবৃত্তি ঘটে,
আমাকে কিছুই নির্বাপিত নয় অথবা ভুলে যাওয়া,
আমার ভালবাসা তোমার ভালবাসাকে রসদ জোগায়, প্রিয় বন্ধু,
এবং যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তা তোমার বাহু বন্ধনে
আমায় না ছেড়ে গিয়ে আবদ্ধ থাকবে।

সোমাদ্রি সাহা~12/07/2017

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here