Home আপডেট Siliguri News: ‘ভোটের পাখি’! শিলিগুড়ির দুর্গানগর কলোনিতে বাসিন্দাদের ক্ষোভের মুখে BJP সাংসদ

Siliguri News: ‘ভোটের পাখি’! শিলিগুড়ির দুর্গানগর কলোনিতে বাসিন্দাদের ক্ষোভের মুখে BJP সাংসদ

Siliguri News: ‘ভোটের পাখি’! শিলিগুড়ির দুর্গানগর কলোনিতে বাসিন্দাদের ক্ষোভের মুখে BJP সাংসদ

[ad_1]

শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের দুর্গানগর কলোনীতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে যায় বেশ কয়েকটি ঘর। সর্বস্বান্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার। রবিবার সেই এলাকা পরিদর্শনে গিয়েই ক্ষোভের মুখে পড়তে হল জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন গত পাঁচ বছর কেন এলাকায় দেখা যায়নি তাঁকে? বাসিন্দাদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় এলাকা ছাড়তে হয় তাঁকে।

স্থায়ীয় বাসিন্দারা জানিয়েছে, শনিবার মধ্যরাতে রাজগঞ্জ ব্লকে দুর্গানগর কলোনিতে ভয়াবহ আগুন লাগে। আগুনে সাতটি ঘর পুড়েও যায় বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এর ফলে সর্বস্বান্ত হতে হয়েছে পরিবারগুলিকে।

আরও পড়ুন। সিএএ-তে পুরুষাঙ্গ পরীক্ষার নিদান তথাগতর, ‘নগ্ন প্রতিহিংসা…’, সরব তৃণমূল

এরই মধ্যে খবর পেয়ে রবিবার বিকালে ওই এলাকায় যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তিনি এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, এর আগে নির্বাচনের সময় সাংসদকে এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু তারপর একটি দিনের জন্যও তিনি এলাকায় আসেননি। এলাকার সমস্যা দূর করা বা উন্নয়নমূলক কাজ, কোনওটাতেই কোনও ভূমিকা নেই সাংসদের। তাঁরা সাংসদকে এলাকা থেকে ফিরে যেতে বলেন। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাহায্যে সাংসদ এলাকা ছাড়েন।

আরও পড়ুন। বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য পাঁচিল দিয়ে ঘেরা হবে ধাপার জমি

আরওপরে বিদায়ী সাংসদ জয়ন্ত রায় বলেন, ‘আমি এলাকায় ৫ বছর আসেনি এটা কী করে হবে? জল, রাস্তার বিষয়গুলি দেখা কাউন্সিলারের কাজ। আমি আমার কাজ করেছি। এর ক্ষতিপূরণ কী ভাবে করা যায় সেটা আমি চেষ্টা করছি।’

স্থানীয় তৃণমূল বলছে, সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে বলেই তো তাঁরা তা দেখিয়েছেন। ‘ভোটের পাখি’ হলে এই সমস্যাই হয়।

আরও পড়ুন। বিমানে ওঠার মুখে মাথা ঘুরে পড়ে গেলেন মহিলা, হুলস্থুল কাণ্ড

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here