Home আপডেট Waste processing unit: বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য পাঁচিল দিয়ে ঘেরা হবে ধাপার জমি

Waste processing unit: বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য পাঁচিল দিয়ে ঘেরা হবে ধাপার জমি

Waste processing unit: বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য পাঁচিল দিয়ে ঘেরা হবে ধাপার জমি

[ad_1]

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন ২০১৬ লঙ্ঘন করায় ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতের রোষের মুখে পড়েছে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে কলকাতা পুরসভাকে প্রচুর অর্থ জরিমানা করেছে জাতীয় পরিবেশ আদালত। তারপরেই নড়েচড়ে বসেছে পুরসভা। সেক্ষেত্রে এবার ধাপাতেই বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা। এরজন্য ধাপায় প্রচুর পরিমাণে জমি ঘিরে ফেলে সেখানে বর্জ্য প্রক্রিয়াকরণ হবে। 

আরও পড়ুনঃ পুজোয় ১১ দিনে ধাপায় জমেছে অতিরিক্ত ৫০ হাজার টন বর্জ্য, উদ্বিগ্ন পুরসভা

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সবমিলিয়ে ধাপায় ৭৩ হেক্টর জমি পাঁচিল ঘিরে ফেলা হবে। সেই মর্মে পুরসভায় প্রস্তাব গ্রহণ হয়েছে। চলতি মাসের শুরুতেই এই প্রস্তাব গ্রহণ হয়েছে। এই জমি ঘেরার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে একটি বেসরকারি সংস্থাকে। ইতিমধ্যেই সংস্থাকে বেছে নেওয়া হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য ৬.৭৫ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। একবার জমি ঘেরা হয়ে গেলে তা চিহ্নিত করে বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ শুরু হবে। কেন তাড়াহুড়ো জমি ঘিরে ফেলার সিদ্ধান্ত সেবিষয়ে পুরসভার নির্দেশে পরিবেশ আদালতের নির্দেশের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 

প্রসঙ্গত, ধাপায় জমে রয়েছে বর্জ্যের পাহাড়। তারওপর প্রতিদিনই সেখানে জমছে হাজার হাজার মেট্রিক টন বর্জ্য। আধিকারিকদের একাংশের বক্তব্য, আগে শুধু কলকাতা পুর একলাকার বর্জ্য ধাপায় আসত। তবে এখন কলকাতা তো বটেই কলকাতা পুর সংলগ্ন অন্যান্য পুরসভার বর্জ্যও ধাপায় ফেলা হচ্ছে। যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আধিকারিকরা। তাদের বক্তব্য, এভাবে চলতে থাকলে একসময় ধাপা খুব তাড়াতাড়ি ভরতি হয়ে যাবে। কারণ বর্তমানে ধাপা ছাড়া অন্য কোথাও কলকাতার বর্জ্য ফেলার জায়গা নেই। এই অবস্থায় দ্রুত ধাপার বিকল্প খোঁজার প্রয়োজন।  

এদিকে, ধাপার বর্জ্য থেকেই পুরসভার বিদ্যুৎ তৈরির পরিকল্পনা রয়েছে দীর্ঘদিনের। সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা করেছিল কলকাতা পুরসভা। কিন্তু, নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে কলকাতা পুরসভা। বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হবে প্লান্ট। কেন্দ্রীয় সরকারের সহযোগী সংস্থা ইঞ্জিনিয়ার ইন্ডিয়া লিমিটেড এই পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন পুরসভার আধিকারিকরা। বৈঠকে ধাপার বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here