Home আপডেট Sisir Adhikari: শুভেন্দুর পিতা শিশির অধিকারীর গাড়িতে হামলা, ভাঙল কাঁচ, খোঁজ নিল দিল্লি

Sisir Adhikari: শুভেন্দুর পিতা শিশির অধিকারীর গাড়িতে হামলা, ভাঙল কাঁচ, খোঁজ নিল দিল্লি

Sisir Adhikari: শুভেন্দুর পিতা শিশির অধিকারীর গাড়িতে হামলা, ভাঙল কাঁচ, খোঁজ নিল দিল্লি

[ad_1]

শুভেন্দু অধিকারীর পিতা সাংসদ শিশির অধিকারীর গাড়ির উপর হামলা। ব্যাপক শোরগোল এলাকায়। তাঁকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল বলে অভিযোগ। কাঁথি থানার পুলিশ তদন্তে নেমেছে।

খেজুরি থেকে কাঁথি ফেরার পথে হামলা হয় তাঁর গাড়ির উপর। গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় বলে খবর। তবে সাংসদ নিরাপদেই রয়েছেন। তবে হামলার আকষ্মিকতায় তিনি কিছুটা অবাক হয়ে গিয়েছেন। নিরাপত্তারক্ষীরা তাঁর সুরক্ষার ব্যবস্থা করেন। ঘটনার পরেই এলাকায় ব্যপক শোরগোল পড়ে।

শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তেঁতুলতলা বাজার পার হচ্ছিল গাড়িটি। গাড়ির সামনের কাঁচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়।

এদিকে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল বলে দাবি করা হচ্ছে। সূত্রের খবর, খেঁজুরি ২ নম্বর ব্লকে গিয়েছিলেন শিশির অধিকারী। সেখানে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন ছিল। সেখানে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, ঘটনার পরে অধিকারী বাড়িতে ফোন করে বর্ষীয়ান সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয় প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফ থেকে। শিশির অধিকারী এবিপি আনন্দ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৮৫ বছর বয়স আমার। আমি চলে আসছিলাম। তেঁতুলতলার কাছে পাথর ছোঁড়া হল। চক্রান্ত হয়েছিল। পাথর ছুঁড়েছিল। আমি চিনতে পেরেছি। আমি যেখানে জানাবার জানাব।

তৃণমূলের জেলা সভাপতি তরুণকান্তি মাইতি জানিয়েছেন, সাংসদের গাড়িতে হামলা হয়েছে বলে শুনেছি। বিজেপি এই হামলার পেছনে দায়ী। পুলিশ যথাযথ তদন্ত করে দেখুক। এর পেছনে আমি নিশ্চিত তৃণমূলের কেউ যুক্ত নয়।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here