Home আপডেট Uttam Kumar Sarkar: ইস্তফা দিলেন আইআইএম কলকাতার ডিরেক্টর, বোর্ড চেয়ারম্যানের সঙ্গে মতবিরোধ?

Uttam Kumar Sarkar: ইস্তফা দিলেন আইআইএম কলকাতার ডিরেক্টর, বোর্ড চেয়ারম্যানের সঙ্গে মতবিরোধ?

Uttam Kumar Sarkar: ইস্তফা দিলেন আইআইএম কলকাতার ডিরেক্টর, বোর্ড চেয়ারম্যানের সঙ্গে মতবিরোধ?

[ad_1]

ইন্ডিয়ান ইনস্টিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার ডিরেক্টর পদ থেকে উত্তম কুমার সরকার ইস্তফা দিলেন। সূত্রের খবর বোর্ড চেয়ারপার্সনের সঙ্গে মতবিরোধের জেরে তিনি পদত্য়াগ করেন।পাঁচ বছরের মেয়াদ ফুরানোর আগেই পদত্যাগ করলেন তিনি।

গত ২৩ অগস্ট তিনি পদত্য়াগ করেছেন বলে খবর। গত সপ্তাহেই তাঁর সেই ইস্তফাপত্র সমস্ত বোর্ড মেম্বারদের কাছে পাঠানো হয়েছে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে জানা গিয়েছে সেই ইস্তফা এখনও গ্রহণ করা হয়নি। আগামী ৮ সেপ্টেম্বর বোর্ড মিটিং ডাকা হয়েছে। সেখানেই এব্যাপারে আলোচনা করা হবে।

কী রয়েছে সেই ইস্তফা পত্রে? সূত্রের খবর, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন বলে খবর। তবে ওয়াকিবহাল মহলের মতে, আসল কারণটা অবশ্য ভিন্ন। চেয়ারম্যান শ্রীকৃষ্ণ কুলকার্নির আচরণে একেবারেই খুশি ছিলেন না তিনি। একাধিক প্রজেক্ট নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল সম্ভবত তার জেরেই তিনি পদত্যাগ করেছেন বলে খবর। তবে তিনি অবশ্য পদত্য়াগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।

তবে ঠিক কোন বিষয়গুলিকে কেন্দ্র করে তাদের মধ্য়ে মতবিরোধ তৈরি হয়েছিল তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে প্রসঙ্গত উল্লেখ করা যায় এর আগে অঞ্জু শেঠ ছিলেন আইআইএম-সির প্রথম মহিলা ডিরেক্টর। তিনিও ২০২১ সালের মার্চ মাসে সংস্থা ছেড়ে দিয়েছিলেন।

আর তিনি তাঁর ইস্তফাপত্রে কুলকার্নির কথা উল্লেখ করেছিলেন। কুলকার্নি তার বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেছিলেন। এরপরই তিনি পদত্যাগ করেন। আর এবার ইন্ডিয়ান ইনস্টিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার ডিরেক্টর উত্তম কুমার সরকার ইস্তফা দিলেন। তবে এনিয়ে দুপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here