Home আপডেট ছেঁড়া বা মাটি লাগা ২০০ এবং ২০০০ নেবে না ব্যাঙ্ক…

ছেঁড়া বা মাটি লাগা ২০০ এবং ২০০০ নেবে না ব্যাঙ্ক…

ছেঁড়া বা মাটি লাগা ২০০ এবং ২০০০ নেবে না ব্যাঙ্ক…
ওয়েব ডেস্কঃ  ছেঁড়া বা মাটি লেগে থাকা ২০০ এবং ২০০০ টাকার নোট জমা নেবে না ব্যাংক। ২০১৬ সালের নভেম্বরে নোটবাতিলের পর বাজারে এসেছিল নয়া ৫০০ এবং দু’হাজার টাকার নোট। তারপর গত বছর আরবিআই হলুদ রঙের ২০০ টাকা এবং নীল রঙের ৫০ টাকার নোটও বাজারে আনে।  ১৭ এপ্রিল অর্থমন্ত্রকের সচিব সুভাষ সি গর্গ জানিয়েছিলেন, এখনও পর্যন্ত ৬ লক্ষ ৭০ হাজার কোটি ২০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে, তাদের কাছে বেশ কিছু ছেঁড়া ২০০০ টাকার নোট এসেছে।  রিফান্ড আইনের ২৮ নম্বর সেকশনে পরিবর্তন না এলে এই দুই নোট জমা দেওয়া বা লেনদেনের ক্ষেত্রে সমস্যা থেকেই যাবে।