sourav ganguly enters business world, সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ব্যবসায়


কলকাতা: আবার সৌরভের দাদাগিরি। সবাইকে চমকে দিয়ে রীতিমতো বাপি বাড়ি যা শট্।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দুদিনের স্পেন শহরে গিয়ে চমক দিলেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক এবার শিল্পপতির ভূমিকায়।

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত অর্থাৎ স্টিল প্ল্যান্ট তৈরি করছেন মহারাজ। তবে সবাইকে অবাক করে দিয়ে সৌরভ জানান, মেদিনীপুরে তৈরি হতে চলা ইস্পাত কারখানা তাঁর প্রথম শিল্প উদ্যোগ নয়।

আরও পড়ুন- লা লিগার ফুটবল অ্যাকাডেমির ক্ষেত্রে প্রথম পছন্দ এই মাঠ-ই

এর আগেও দুটি কারখানা রয়েছে তাঁর। শালবনীর প্রজেক্ট তাঁর তৃতীয় ইস্পাত কারখানার প্রজেক্ট। সৌরভ বলেন, “২০০৭ থেকে আমি আর আমার এক বন্ধু এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। প্রথমে আসানসোল, তার পর পাটনাতে কারখানা গড়ে তুলেছি। আর এবার শালবনীতে শুরু হবে তৃতীয় প্রজেক্ট। আপনারা হয়তো জানতেন না। আসলে আমি খেলে বেড়াতাম। আমার বন্ধুই সব দেখত।”

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা তৈরি হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে মহারাজ বলেন, “শালবনীতে এক জায়গায় সব পাব। আগের জায়গাগুলো ছোট ছিল। তাই বিভিন্ন জায়গা থেকে জিনিস এনে তৈরি করতে হত। তবে শালবনীতে জায়গাটা বড়। সেখানে এক জায়গাতেই সব সুবিধা গড়ে তোলা হবে যার ফলে প্রকল্প অনেক বেশি সাশ্রয়ী হবে।”

নয়া ইস্পাত কারখানা প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ যোগ করেন, “অনেক দিন ধরেই এই প্রকল্পের প্রস্তুতি চলছিল। নানা খুঁটিনাটি বিষয় জড়িয়ে ছিল। এ ব্যাপারে রাজ্য সরকার আমাকে প্রচুর সহায়তা করেছে, মমতাদি, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, বন্দনা ম্যাডাম সকলেই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন।

আরও পড়ুন- মাদ্রিদে মর্নিংওয়াক ! মুখ্যমন্ত্রীর কাছে কী প্রতিজ্ঞা করলেন মোহনবাগান সচিব

সৌরভ আরও বলেন,  ইতিমধ্যেই এই প্রকল্প ছাড়পত্র পেয়েছি। সমস্ত রকম অনুমতি হয়ে গেছে। কনস্ট্রাকশন করতে ছয় মাসের মতো সময় লাগবে। প্রথমে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। প্রায় ৬০০০ লোক কাজ পাবেন। পরে আরও ৫০ শতাংশ লোক কাজের সুযোগ পাবে।”

ক্রিকেটার সৌরভ থেকে শিল্পপতি হওয়ার আসল কারণ কী? সৌরভের স্পষ্ট-উত্তর, “আমি এই বিষয়টাকে দেখি যুবসমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে। যত কাজ হবে, তত সুযোগ বাড়বে। যুব সমাজের কাছে সুযোগ থাকবে এই রাজ্যে থাকার, এই রাজ্যতেই কাজ করার।”

অনুষ্ঠানের সৌরভ নিজের ব্যাপারে বলতে গিয়ে বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের প্রিন্টিং ব্যবসার কথা জানান। বাংলার উন্নতির জন্য মুখ্যমন্ত্রী এই স্পেন সফরের প্রশংসা করেছেন। দুদিনের স্পেন সফর শেষে বৃহস্পতিবার রাতেই সপরিবারে ইংল্যান্ড ফিরে গিয়েছেন সৌরভ। আরও দিন দশেক ইংল্যান্ডে থাকবেন মহারাজ। তার পর কলকাতায় ফিরবেন।

Tags: Sourav Ganguly



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

1 hour ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

2 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

2 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

2 hours ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

3 hours ago

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে…

3 hours ago