Home আপডেট SSC Scam: SSCর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান সিরাজউদ্দিনকে বহিষ্কার ও গ্রেফতারির নির্দেশ আদাতের

SSC Scam: SSCর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান সিরাজউদ্দিনকে বহিষ্কার ও গ্রেফতারির নির্দেশ আদাতের

SSC Scam: SSCর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান সিরাজউদ্দিনকে বহিষ্কার ও গ্রেফতারির নির্দেশ আদাতের

[ad_1]

সুপারিশপত্র জাল করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় SSCর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান তৃণমূল নেতা শেখ সিরাজউজ্জিনকে বহিষ্কার করে গ্রেফতারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে SSC-র প্রাক্তন চোরম্যান সৌমিত্র সরকারকে তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে তচাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে।

মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে সুপারিশপত্র জাল করে নিয়োগ দুর্নীতির তদন্তভার সিআইডিকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই তদন্তে জানা যায়, বাঁকুড়ার ভত্রাশ্রী দুর্গানিকেতন হাই স্কুলে জাসমিনা খাতুন নামে এক শিক্ষক বেআইনিভাবে চাকরি করছেন। অভিযুক্ত আবার SSC-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী। সিরাজউদ্দিন নিজে তৃণমূল নেতা ও শালডিহা কলেজের অধ্যক্ষ। আদালতে দুর্নীতির কথা SSC স্বীকার করলেও আজও সিরাজউদ্দিনের বিরুদ্ধে পদক্ষেপ করেনি তারা।

অভিযোগ, ২০১২ সালে SSC-র প্যানেলে ছিলেন জাসমিনা খাতুন। ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়। ২১০৯ সালে মন্ত্রবলে ওই প্যানেল থেকে চাকরি পান জাসমিনা খাতুন। তদন্ত করে গোটা বিষয়টি আদালতকে জানিয়েছে CID.

এদিন বিচারপতি বসু বলেন, ‘এ তো মারাত্মক অভিযোগ। একজন তাঁর ক্ষমতা প্রয়োগ করে নিজের স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। তিনি আবার পদে বসেও রয়েছেন। অবিলম্বে তাঁকে বহিষ্কার করে হেফাজতে নিন।’

ওদিকে ওই সময় SSC-র চেয়ারম্যান ছিলেন সৌমিত্র সরকার। ২৪ জানুয়ারি সকালে তাঁকে আদালতে হাজিরা দিতে বলেছেন বিচারপতি বসু।

আদালতে SSC স্বীকার করেছে, এই দুর্নীতিতে এখনো পর্যন্ত ১৬ জনের সন্ধান পাওয়া গিয়েছে যারা এভাবে চাকরি পেয়েছেন। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, উপরমহলের যোগ না থাকলে কেউ এভাবে সরকারি চাকরি পেয়ে দিনের পর দিন বেতন পেতে পারে না।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here