Home আপডেট State – Central Tussle: রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার জন্য নোডাল অফিসার নিয়োগ করেছে কেন্দ্র: নিরঞ্জন জ্যোতি – State

State – Central Tussle: রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার জন্য নোডাল অফিসার নিয়োগ করেছে কেন্দ্র: নিরঞ্জন জ্যোতি – State

State – Central Tussle: রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার জন্য নোডাল অফিসার নিয়োগ করেছে কেন্দ্র: নিরঞ্জন জ্যোতি – State

[ad_1]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে পশ্চিমবঙ্গের বকেয়া সমস্যার সমাধানে ২ জন নোডাল আধিকারিক নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে একথা জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তো আমাদেরই লোক। তাদের অধিকারের টাকা কোনও ব্যক্তিগত বা পারিবারিকভাবে লুঠ করুক সেটা আমরা হতে দেব না।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধিকা বলেন, ‘আমি আড়াই ঘণ্টা দফতরে বসে ছিল। তার পরে আমি বুধলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের সাংসদদের আমার সঙ্গে দেখা করার কোনও মতলব নেই। তারা নিজের দলের কর্মীদের আমার দফতরে বসিয়ে ধরনা দিয়ে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের জনতার কথা এদের মাথায় ছিল না’।

এর পর তিনি জানান, ‘সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পর কেন্দ্রের তরফে ২ জন নোডাল আধিকারিক নিয়োগ করা হয়েছে। যেখানে গোলমাল হয়েছে তার সমাধান করুন। পশ্চিমবঙ্গের জনতাও তো আমাদেরই লোক। তাদের অধিকার কেউ ব্যক্তিগত বা পারিবারিকভাবে খেয়ে নিক, সেটা আমরা হতে দেব না। টাকা বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ হলে প্রতি মাসের টাকাও বন্ধ করে দিতে পারতাম’।

গত ২০ ডিসেম্বর সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বেশ কয়েকজন সাংসদ। সেই বৈঠকে রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য কেন্দ্র ও রাজ্যের তরফে ২ জন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়। কেন্দ্র নোডাল অফিসার নিয়োগের কথা জানালেও এব্যাপারে রাজ্য কী পদক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here