Home আপডেট মরশুমের শীতলতম দিন রবিবার, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি……

মরশুমের শীতলতম দিন রবিবার, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি……

মরশুমের শীতলতম দিন রবিবার, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি……

ডিসেম্বরের শেষদিকে এসে দাপুটে ব্যাটিং শীতের। ঠান্ডা টের পেল কলকাতা থেকে জেলা। তাপমাত্রার পারদ পতন অব্যাহত। শনিবারের চেয়ে আজ রবিবার  আরও নামল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সেদিক থেকে দেখতে গেলে এটাই এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন। পাশাপাশি এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে এদিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। এদিন আকাশ মূলত পরিস্কার থাকবে বলেই জানা যাচ্ছে।ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে সেভাবে ঠাণ্ডা না পড়ায় কার্যত মন খারাপ হয়ে গিয়েছিল শীত প্রেমীদের। কবে আসবে শীত, সেটাই হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড়ে প্রশ্ন। যদিও হাওয়া অফিস জানিয়েছিল শুক্রবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ। বাস্তবেও দেখা গেল তেমনটাই।KOLKATA: People cross a railway track as a train arrives through dense fog  on a cold, winter morning in Kolkata on early Monday.(PTI) - The Shillong  Timesশুক্রবার থেকেই পতন শুরু হয় তাপমাত্রার। শনিবার ও রবিবার তা ধাপে ধাপে আরও বেশকিছুটা নামল। তাপমাত্রা এখনও খানিকটা নামতে পারে বলেই মনে করা হচ্ছে।এদিকে তাপমাত্রার পারদ নামতে শুরু করতেই মুখে হাসি শীত প্রেমীদের। শীতের নরম রোদ পিঠে নিয়ে সপ্তাহের ছুটির দিনে যাকে বলে একেবারে ছুটির মেজাজ। করোনা সংক্রমণের ভয় থাকলেও অনেকেই বেড়িয়ে পড়ছেন পরিবার বন্ধুবান্ধব ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে। শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে জমতে দেখা যাচ্ছে ভিড়ও। সঙ্গে চলছে শীতের স্পেশাল খাওয়া দাওয়া। মনে করা হচ্ছে তাপমাত্রা আরও নামলে বাড়বে ভিড়ের পরিমান।