Home আপডেট বাংলা দখলের শাহের ডাককে কটাক্ষ অনুব্রতর, বললেন ‘আগে সোনার ভারত’ গড়ে দেখান’……

বাংলা দখলের শাহের ডাককে কটাক্ষ অনুব্রতর, বললেন ‘আগে সোনার ভারত’ গড়ে দেখান’……

বাংলা দখলের শাহের ডাককে কটাক্ষ অনুব্রতর, বললেন ‘আগে সোনার ভারত’ গড়ে দেখান’……

রোড শো থেকে বাংলা দখলের ডাক দিলেন অমিত শাহ। বোলপুরের রোড শোয়ের মাঝে মোদির প্রতি বিশ্বাস আর মমতার প্রতি রাগের প্রকাশের কথা উঠে এল তাঁর মুখে। এদিকে, অন্যদিকে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় অনুব্রত মণ্ডল। বোলপুরের কালিকাপুরে এ দিন তৃণমূলের কর্মসূচিতে অংশ নিয়ে বীরভূমের তৃণমূল নেতা বলেন, “এ সব জনসভা-ফনসভা ছোট্ট জিনিস”।অমিত শাহের রোড শোয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই। তবে নিজের ঢঙেই অনুব্রত বলেন, “আমি এখানে জনসভা করলে, আমার জেলার লোক নিয়ে করি। আমাকে মুর্শিদাবাদ, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান থেকে লোক আনতে হয় না। এ সব যে জনসভা-ফনসভা দেখাচ্ছেন, এগুলো আমার কাছে ছোট্ট জিনিস। এ রকম লক্ষ লক্ষ লোক আনার ক্ষমতা আমার রয়েছে। ৪ জানুয়ারি থেকে আমার জনসভা শুরু হবে। ব্লক অনুযায়ী ৮০ হাজার করে লোক জড়ো করব”।তা হলে কি অমিত শাহের রোড শোয়ের পাল্টা কর্মসূচি নিল তৃণমূল? এমন প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, “এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। একেকটা ওয়ার্ডে একেক দিন হয়। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই”।বিজেপির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় বলেন, এখানে এত মানুষ উৎসাহের সঙ্গে, জনসমুদ্র, এদের ভাড়া করে আনা হয়নি। সবাই নিজেরাই এসেছে। অমিতজি এসেছেন, মোদি এলে কী হবে ভাবুন। তবে কুর্সি দখল করতে, বিজেপির হাতিয়ারও সেই উন্নয়নের প্রতিশ্রুতি। পাল্টা জবাব দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, সোনার বাংলা তো মমতা গড়েছেন। আবার নতুন করে কী ডাক দেবেন? সোনার ইন্ডিয়া তৈরি করুন না। এ দিন বিশ্বভারতীতে যান অমিত শাহ। উপাসনা গৃহ ঘুরে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে অনুব্রতর সাফ জবাব, “রবীন্দ্রনাথের জায়গায় আজ পর্যন্ত কোনো দিনই রাজনীতি হয়নি। এর আগে কোনো দিন রাজনীতি প্রবেশ করেনি। এই প্রথম রাজনীতি ঢুকে পড়ল। এগুলো নিয়ে আমরা ভাবি না। উনি রাজনীতি করেন, ওনার দল করুন। একশো বার আসুন। মিছিল-মিটিং করুন”।শনিবার অমিত শাহের সভামঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। যোগ দিয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক-সাংসদও। সামনে বিধানসভা ভোট। তবে দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বীরভূমেরদোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।বলেন, “কে যোগ দিল, তাতে কিছু বয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে রাজনীতি করে। আর বিশ্বজিৎ কুণ্ডু ভুল করল, ও আর বিধায়ক হতে পারবে না। আজকের তারিখটা মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, ও আর বিধায়ক হবে না। যারাই গেছে, তারা আর বিধায়ক হবে না। আর শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামেও দাঁড়ান, তা হলে চ্যালেঞ্জ রইল- উনিও বিধায়ক হতে পারবেন না”।এ দিন বোলপুর ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তায় শেষ হয় অমিত শাহের রোড শো। সঙ্গে ছিল বাউল গান, ঢাক এবং পুষ্পবৃষ্টি। প্রায় এক কিমি যাত্রাপথে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই।শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এটি সুযোগ দিন। আমরা পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা গড়ব। আমাদের ভোট দেওয়া মানেই উন্নয়নের পক্ষে ভোট দেওয়া-আমি আজ সে কথা বলতেই এখানে এসেছি। বাংলা থেকে এখন উন্নয়ন উধাও হয়ে গিয়েছে”।