Home আপডেট রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ CBI…..

রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ CBI…..

রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ CBI…..

রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে ফের জেরা করতে চেয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানাল সিবিআই।২০১৩ সালে ED-এর কাছে দেওয়া কুনাল ঘোষের বয়ানের উল্লেখ করে রাজীব কুমারকে হেফাজতে চাইল সিবিআই।সুপ্রিম কোর্টের কাছে নতুন করে আবেদন জানায় সিবিআই। ২৭৭ পাতার ওই আবেদনে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। একই সঙ্গে রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে কেন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তার উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সূত্রের খবর, ওই আবেদনে বলা হয়েছে, ২০১১ সালের বিধানসভা ভোটে ২০৫ জনকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। দুই চিটফান্ড সংস্থা সারদার সুদীপ্ত সেন এবং অ্যালকেমিস্টের কেডি সিং সেই টাকা ঢেলেছিলেন। টাকা বিলির দায়িত্বে ছিলেন মুকুল রায় এবং রজত মজুমদার। এইমামলায় বৃহত্তর ষড়যন্ত্রের কিনারা করতেই রাজীব কুমারকে হেফাজতে নিতে চায় সিবিআই।কুনাল বলেন, “২০১৩ সালে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি সে সময় কী বয়ান দিয়েছিলাম, আর সিবিআইয়ের পিটিশনে কী রয়েছে, তা খতিয়ে দেখেই আমি মন্তব্য করতে পারব। আইন নিজের পথেই চলবে”।সিবিআইয়ের ইতিমধ্যেই দাবি করেছে, সারদাচিটফান্ডকাণ্ডের তদন্ত করতে গঠিত সিটের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করতেন রাজীব। সে সময় সারদার অফিস বা নানা ঠিকানায় তল্লাশি চালিয়ে একটি লাল ডায়েরি, ক্যাশ বুক উদ্ধার করেছিল সিট। তা সিবিআইয়ের হাতে তুলে দেননি রাজীব।যদিও আইপিএস অফিসারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সারদা সংক্রান্ত সমস্ত নথিই তিনি তুলে দিয়েছিলেন সিবিআইয়ের হাতে। কোনো লাল ডায়েরি বা ক্যাশ বুক উদ্ধার হয়নি। রাজনৈতিক কারণেই তাঁকে হেনস্থা করার চেষ্টা চলছে।এর আগে সারদাকাণ্ডে রাজীবকে শিলংয়ে নিয়ে গিয়ে জেরা করে সিবিআই। সূত্রের খবর, শীঘ্রই সারদা কেলেঙ্কারির চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে। তার আগে রাজীবকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই।