Home আপডেট ‘হুল দিবস’-এর জন্য ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সামান্য পরিবর্তন, ঘোষণা শিক্ষামন্ত্রীর……

‘হুল দিবস’-এর জন্য ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সামান্য পরিবর্তন, ঘোষণা শিক্ষামন্ত্রীর……

‘হুল দিবস’-এর জন্য ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সামান্য পরিবর্তন, ঘোষণা শিক্ষামন্ত্রীর……

গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। তবে শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, ওই সূচিতে সামান্য বদলের আবেদন জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।সংসদ জানিয়েছিল, আগামী বছরের ১৫ জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ৩০ জুন পর্যন্ত। তার আগেই অবশ্য হয়ে যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলছিলাম। ৩০ জুন পরীক্ষা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি তাদের বলেছি, ওইদিন আদিবাসীদের হুল উৎসব আছে। পরীক্ষার কর্মসূচি বদলাতে হবে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নজরে এসেছে। ওইদিন পরীক্ষা হচ্ছে না। কবে পরীক্ষা হবে, তা জানিয়ে দেবে সংসদ।’  বস্তুত, আদিবাসীদের হুল উৎসবের কারণে আগামী বছর মাধ্যমিকের পরীক্ষা সূচি বদল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংসদের প্রকাশিত সূচি অনুযায়ী, ৩০ জুন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা।এখনও পর্যন্ত অন্য দিনগুলি নিয়ে কোনো আপত্তি না থাকলেও শেষ দিনের (৩০ জুন) সূচি বদল হয়ে যেতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে বিস্তারিত বিষয় সংসদের তরফে পরে জানিয়ে দেওয়া হবে।