Home আপডেট সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অমিত শাহের হাত ধরে বিজেপি-তে যোগদান শুভেন্দুর……

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অমিত শাহের হাত ধরে বিজেপি-তে যোগদান শুভেন্দুর……

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অমিত শাহের হাত ধরে বিজেপি-তে যোগদান শুভেন্দুর……

এই মুহূর্তের অপেক্ষায় ছিল  গোটা বাংলা। শনিবার দুপুর ২টো ১৪ মিনিটে সভাস্থলে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। পরে বেলা ২টো ৩৯ মিনিটে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দাপুটে নেতা শুভেন্দু অধিকারি। এই সভার আগে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ৬ পাতার এক খোলা চিঠিও লিখেছেন তিনি।সেখানে তৃণমূল দল ও সরকারেরএকাধিক ভুলত্রুটি তুলে ধরে স্বপ্নের বাংলা তৈরির জন্য তাঁর সঙ্গে যোগের আহ্বান করা হয়েছে। যদিও তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে কোথাও উল্লেখ করেননি শুভেন্দু অধিকারি। তবে তৃণমূলে পরিবারতন্ত্র নিয়েও এদিন তোপ দেগেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, ২০১১ সালে বহু মানুষের রক্ত-ঘামের বিনিময়ে এই পরিবর্তন হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে দশ বছরে কোনও পরিবর্তনই হয়নি। সেই কারণেই এই দলত্যাগের সিদ্ধান্ত বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারি।এদিন সভায়শুভেন্দুকে ডেকে পাশে বসিয়েছেন অমিত শাহ। অমিত শাহ তাঁর ডানদিকে শুভেন্দু ও বামদিকে দিলীপ ঘোষকেবসিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শুভেন্দুকে উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। প্রথমদিনই শুভেন্দুকে যথেষ্টই গুরুত্ব দিয়েছে বিজেপি। সেই কারণেই মুকুল রায় থেকে দিলীপ ঘোষ সকলের বক্তব্যেই উঠে এসেছে শুভেন্দুর নাম। নন্দীগ্রাম থেকে বাংলার পরিবর্তনে কী ভূমিকা শুভেন্দুর, তার কথা বারংবার উঠে এসেছে। এখন দেখার গেরুয়া শিবিরে এসে শুভেন্দু কেমনভাবে নিজেকে মানিয়ে নেন।