Home আপডেট শুভেন্দু বাদে আর কোন কোন বিধায়ক তৃণমূল ছেড়ে মেগা পদ্ম শিবিরে যোগদান করলেন রইলো তাঁদের তালিকা……

শুভেন্দু বাদে আর কোন কোন বিধায়ক তৃণমূল ছেড়ে মেগা পদ্ম শিবিরে যোগদান করলেন রইলো তাঁদের তালিকা……

শুভেন্দু বাদে আর কোন কোন বিধায়ক তৃণমূল ছেড়ে মেগা পদ্ম শিবিরে যোগদান করলেন রইলো তাঁদের তালিকা……

পদ্ম বাহিনীতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তও সেই পথেরই যাত্রী। কিন্তু, ‘দাদা’র অনুগামী ‘ বাকি কারা কারা? তা নিয়েই কৌতুহল তুঙ্গে ছিল। শনিবার বেলা পৌনে ৩টে নাগাদ নাগাদ তা নিরসণ হল। জোড়া-ফুল ছেড়ে পদ্ম শিবিরের নাম লেখানোর তালিকায় রয়েছেন একাধিক তৃণমূল বিধায়ক, দলীয় পদাধিকারী। রয়েছেন এক সাংসদের নামও। এছাড়াও বাম-কংগ্রেস দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন কয়েকজন বিধায়ক।তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী বাদে যেসব বিধায়করা বিজেপিতে যোগ দিলেন তাঁরা হলেন, উত্তর কাঁথির বনশ্রী মাইতি, কালনায় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। মন্তেশবরের সৈকত পাঁজা, গাজলের দিপালী বিশ্বাস, নাগরাকাটার সুকরা মুণ্ডা। এছাড়াও রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।বিজেপিতে গেলেন হলদিয়া পূর্বের সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। এছাড়াও গেরুয়া শিবিরে নাম লেখালেন তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা। পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।শুভেন্দুর সঙ্গেই এ দিন বিজেপিতে যোগ দিলেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। আগেই দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এছাড়াও আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকেও এ দিন পদ্ম শিবিরে যোগ দেন।পদ্ম শিবিরে গেলেন বাঁকুড়ার তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও।এছাড়াও ‘দাদার অনুগামী’দের তালিকায় রয়েছে আলিপুরদুয়ার থেকে দুই দিনাজপুর, মালদা, দুই বর্ধমান, মেদিনীপুরের বহু তৃণমূল কাউন্সিলর ও পদাধিকারী। তৃণমূলে ব্রাত্য বহু নেতাও এদিন শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। তালিকায় রয়েছে একাধিক জেলার জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যও। জোড়া-ফুলের সংখ্যা লঘু সেলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও আজ বিজেপিতে যোগ দেন।