Home আপডেট Suvendu Adhikari: ক্ষমতায় এলে ‘পুরনো বন্ধু’ উত্তরবঙ্গকে সবার আগে ‘মনে রাখবে’ BJP: শুভেন্দু

Suvendu Adhikari: ক্ষমতায় এলে ‘পুরনো বন্ধু’ উত্তরবঙ্গকে সবার আগে ‘মনে রাখবে’ BJP: শুভেন্দু

Suvendu Adhikari: ক্ষমতায় এলে ‘পুরনো বন্ধু’ উত্তরবঙ্গকে সবার আগে ‘মনে রাখবে’ BJP: শুভেন্দু

[ad_1]

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে আগে উত্তরবঙ্গকে ‘মনে রাখবে’ বিজেপি। শনিবার জলপাইগুড়ির নাগরাকাটায় জনসভায় এই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গ যা করে দেখাতে পেরেছে আমরা দক্ষিণবঙ্গের মানুষ তা পারিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘উত্তরবঙ্গ ২০১৯ সালেই আমাদের জিতিয়েছেন। ২০২১এ আমরা দক্ষিণবঙ্গে পারিনি। তাই আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটু সময় লাগছে। বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারও কথা আমরা মনে রাখব সে হল ১৯ আর ২১-এর বন্ধু উত্তরবঙ্গ। কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা, দক্ষিণবঙ্গের মানুষ তা পারেনি। তারা এখন আঙুল কামড়াচ্ছে।’

উত্তরবঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কখনও তেমন শক্তভাবে পা রাখতে পারেনি। ২০১১ সালের পরেও দীর্ঘ সময় উত্তরবঙ্গে ছিল বামেদের রমরমা। শত চেষ্টা করেও শিলিগুড়ি পুরনিগম দখল করতে পারেনি তৃণমূল। ২০১৯এর লোকসভা নির্বাচন থেকে উত্তরবঙ্গে শুরু হয় গেরুয়া ঝড়। ওই নির্বাচনে উত্তরবঙ্গ থেকে কোনও আসন জিততে পারেনি ঘাসফুল শিবির। একটি আসন বাদ দিয়ে সমস্ত জায়গায় জেতে বিজেপি। ২০২১এর বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে চমকে দেওয়ার মতো ফল করে তারা। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ৮টি আসনের সবকটিকেই পাখির চোখ করেছে তারা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here