Home আপডেট Suvendu Adhikari: ফসল বিমার প্রিমিয়ামের অর্ধেকের বেশি টাকা গিয়েছে ভাইপোর বাড়ি: শুভেন্দু

Suvendu Adhikari: ফসল বিমার প্রিমিয়ামের অর্ধেকের বেশি টাকা গিয়েছে ভাইপোর বাড়ি: শুভেন্দু

Suvendu Adhikari: ফসল বিমার প্রিমিয়ামের অর্ধেকের বেশি টাকা গিয়েছে ভাইপোর বাড়ি: শুভেন্দু

[ad_1]

রাজ্যে ফসল বীমেতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ফসল বিমার প্রিমিয়ামের নামে সরকারি টাকা ভাইপোর বাড়ি যাচ্ছে। বৃহস্পতিবার চন্দ্রকোণা রোডে বিজেপির কিশান মোর্চার আলুবীজ বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘বিজেপির কিশান মোর্চার আন্দোলনের জেরে এরা এখন বলছে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প হবে। এটা একটা ভুয়ো। কারণ আগে যে ইন্সিওরেন্স কোম্পানি ছিল তাদের এবারে কাটমানি নিয়ে বদলে ফেলা হয়েছে। এবার বাজাজ বলে একটা কোম্পানিকে দিয়েছে। তাদের রাজ্য সরকার প্রিমিয়ামের কয়েকশ’ কোটি টাকা দিচ্ছে যার ৫০ শতাংশের বেশি টাকা ভাইপোর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ইন্সিওরেন্স কোম্পানির সঙ্গে যোগসাজস করে আপনাদের সর্বনাশ করা হচ্ছে’।

তাঁর অভিযোগ, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে বৃষ্টির আগাম সতর্কতা থাকলেও কৃষকদের সতর্ক করতে কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার। যার ফলে ধান ঘরে তুলতে পারেননি অনেক কৃষক। অনেক কৃষক আলু বীজ বপন করে ক্ষতির মুখে পড়েছেন।

শুভেন্দুবাবু বলেন, এই রাজ্য সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। রাজ্যের মোট কৃষকের মাত্র অর্ধেকের নাম পিএম কিশান প্রকল্পের জন্য পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার জেরে বছরে ৬০০০ টাকা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকদের একাংশ।

এদিনের সভা থেকে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ঋণ মকুবসহ ৬ দফা দাবি তোলেন শুভেন্দুবাবু। কেন্দ্রের পাঠানো সারে কালোবাজারির অভিযোগ করেন তিনি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষকবিরোধী বলেও আখ্যা দেন তিনি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here