Home আপডেট Suvendu Adhikari: বাড়ি থেকে ১৫ কিমি দূরে মুসলিম এলাকার বুথে নাম তোলা হয়েছে BJP কর্মীদের: শুভেন্দু

Suvendu Adhikari: বাড়ি থেকে ১৫ কিমি দূরে মুসলিম এলাকার বুথে নাম তোলা হয়েছে BJP কর্মীদের: শুভেন্দু

Suvendu Adhikari: বাড়ি থেকে ১৫ কিমি দূরে মুসলিম এলাকার বুথে নাম তোলা হয়েছে BJP কর্মীদের: শুভেন্দু

[ad_1]

রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ভোটার লিস্ট কারচুপির বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিজেপি কর্মীদের বাড়ি থেকে দূরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে। যাতে তারা ভোট দিতে গেলে মার খায়।

শুভেন্দুবাবু বলেন, ‘যে সব ডিএম – বিডিওরা এই অপকর্ম করছেন তাদের পরিণতিটা তো কেষ্ট মণ্ডল ও জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও খারাপ হবে। কারণ তাঁরা যখন ভোটার তালিকা তৈরি করেছিলেন সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের কর্মী হিসাবে কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটা বশংবদ আমলা হিসাবে করেননি। ভাইপোর আনুকূল্যে বছরের পর বছর পদে থাকার সুবাদে কাজগুলো করেননি। আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই অনুসারে আমরা তো অভিযোগ করবই। আমাদের টিম কাজ করছে। এর পরিণতি কী হয় শুধু দেখতে থাকুন’।

এর পরই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। বলেন, ‘শুধু নাম বাতিল নয়, ভারতীয় জনতা পার্টির কয়েক হাজার নেতা কর্মীর নাম তার বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে। জাহাঙ্গির, শওকত, শামিমদের দিয়ে লুঠ করবে। সেই বুথে ভোট দিতে গেলে রাস্তায় মারবে, রক্তাক্ত হবে। কে প্রাণ হাতে করে ভোট দিতে যাবে? এ তো কিছু নয়, হিমশৈলের চূড়া মাত্র’।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকেও কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, সার্কিট হাউজে বসে প্রশাসনিক আধিকারিকদের নতুন কায়দায় ভোট লুঠ করা শেখাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here