Home আপডেট Suvendu on Mamata: লোকসভায় নতুন ফরমুলা ভোট লুঠ করা শেখাতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা: শুভেন্দু

Suvendu on Mamata: লোকসভায় নতুন ফরমুলা ভোট লুঠ করা শেখাতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা: শুভেন্দু

Suvendu on Mamata: লোকসভায় নতুন ফরমুলা ভোট লুঠ করা শেখাতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা: শুভেন্দু

[ad_1]

লোকসভা নির্বাচনে প্রশাসনিক আধিকারিকদের ভোট চুরির ট্রেনিং দিতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ৫ দিনের উত্তরবঙ্গ সফরকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

এদিন মমতার সফরকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘এই সফরে তো গেছে কী ভাবে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য। বিডিও ওসি আইসি সব নতুন পোস্টিং করেছে, ভোট যেহেতু ঘোষণা হয়নি, নির্বাচন বিধি লাগু হয়নি তাদেরকে নিয়ে সার্কিট হাউজে, প্রশাসনিক ভবনে বন্ধ দরজা বৈঠক করবে। সেই বৈঠকে সংবাদমাধ্যমের সামনে এক রকম কথা বলবে। তার পর সংবাদমাধ্যমকে সরিয়ে দিয়ে আরেক রকম কথা বলবে। যেদিন বাজকুলে এসেছিল, সেদিন নন্দীগ্রাম ১ ও ২ এর বিডিওদের গ্রিন রুমে ডেকে জিজ্ঞাসা করছিল, শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে? এই সব কূট বুদ্ধি দিয়ে কী করে জাগলারি, মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে কী ভাবে নতুন কায়দায় চুরি করা যায়। কারণ ব্যালট পেপার নেই। গণনাকেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে। ইভিএমে ভোট, আবার এই ইভিএম, ভিভিপ্যাট যুক্ত। পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয়। ভোট চুরি করে আসন সংখ্যা এক সংখ্যায় নামার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে উত্তরবঙ্গ গিয়েছেন উনি’।

শুভেন্দুর দাবি, ‘কোথাও গিয়ে শিল্প কী হবে, পাট্টা কী হবে, উন্নয়ন কী হবে, চাকরি হবে কি না, এসব আলোচনা করতে যাচ্ছে না। উনি যাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে চাকরি পাওয়া বিডিও, আর পা চেটে, টাকা দিয়ে ওসি আইসি হওয়া মালগুলোকে ট্রেনিং দিতে। যে কী ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি তার নতুন ফরমুলা শেখাতে গিয়েছেন’।

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে রবিবার হেলিকপ্টারে হাসিমারা বিমানঘাঁটিতে পৌঁছেছেন মমতা। সোমবার কোচবিহারে তাঁর প্রশাসনিক সভা করার কথা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here