Home আপডেট Suvendu Adhikari: বিরোধী দলনেতাকে নেতাইয়ে যেতে দেওয়া উচিত, রাজ্যকে বলল হাইকোর্ট

Suvendu Adhikari: বিরোধী দলনেতাকে নেতাইয়ে যেতে দেওয়া উচিত, রাজ্যকে বলল হাইকোর্ট

Suvendu Adhikari: বিরোধী দলনেতাকে নেতাইয়ে যেতে দেওয়া উচিত, রাজ্যকে বলল হাইকোর্ট

[ad_1]

আগামী ৭ জানুয়ারি নেতাইয়ে শহীদ স্মরণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। কিন্তু, গত বছর এই সভাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই এবার যাতে সেই ধরনের সমস্যা না হয় তার জন্য আগেভাগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সংক্রান্ত মামলায় শুভেন্দু অধিকারীকে সভা করতে দেওয়া উচিত বলেই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। যদিও তাতে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে আগামী শুক্রবার রাজ্য সরকারকে অবস্থান জানাতে বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আরও পড়ুন: অন্য ধর্মের প্রতি সনাতনীদের শ্রদ্ধাকে তাদের দুর্বলতা মনে করবেন না: শুভেন্দু

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালতের মত, শুভেন্দু অধিকারীকে সভা করা থেকে আটকানো ঠিক হবে না। সেবিষয়ে রাজ্যকেও পরামর্শ দেন বিচারপতি। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, স্মরণসভায় প্রত্যেকের যোগ দেওয়ার অধিকার রয়েছে। বিরোধী দলনেতা তার ব্যতিক্রম নন, তাঁর ক্ষেত্রেও অধিকার রয়েছে স্মরণসভায় যোগ দেওয়ার। সেক্ষেত্রে বিরোধী দল নেতাকে এক ঘণ্টা সময় না দিলে জটিলতা দেখা দিতে পারে বিচারপতি আশঙ্কা প্রকাশ করেন। শুধুমাত্র শহীদ বেদীতে মাল্য দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে দেওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি। 

যদিও শুভেন্দু অধিকারীকে আটকাতে মরিয়া রাজ্য সরকার। এ বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ৬ এবং ৭ তারিখে সকাল থেকে রাত পর্যন্ত অন্য একটি দলের অনুষ্ঠান রয়েছে একই জায়গাতে। ফলে ক্ষেত্রে দুটি দলের অনুষ্ঠান হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার অবনতি হতে পারে। ফলে কোনওভাবেই ওই জায়গায় সভা করা সম্ভব নয়। যদি বিচারপতি বলেন, দুদিনে অন্তত এক ঘণ্টা সময় অন্যদের দিতে হবে। না হলে সমস্যা হবে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত নির্দেশ এখনও দেয়নি কলকাতা হাইকোর্ট। আগামীকাল এ বিষয়ে নির্দেশ দিতে পারেন বিচারপতি। 

উল্লেখ্য, ২০১১ সালে নেতাইয়ে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ জনের। তারপর থেকে এই দিনটিকে নেতাই দিবস হিসেবে পালন করে এখানে শহিদ বেদীতে মাল্যদান করা হয়। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন প্রতিবছর সেখানে মাল্যদান করতেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরেই সেখানে স্মরণসভায় গিয়ে বাধার মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী। এবারও যাতে সমস্যা না হয় তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here