Home আপডেট Suvendu Adhikari: সরকার বিজেপি ও বিরোধীদের ভয় পেয়েছে, স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেন্দু

Suvendu Adhikari: সরকার বিজেপি ও বিরোধীদের ভয় পেয়েছে, স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেন্দু

Suvendu Adhikari: সরকার বিজেপি ও বিরোধীদের ভয় পেয়েছে, স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেন্দু

[ad_1]

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশি বাধার মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা। এদিন বাধার মুখে রাজ্য সরকারের পাশাপাশি পুলিশকর্মীদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। এমনকী ক্ষমতায় এসে এই পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করারও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন বেলা ১১টা নাগাদ স্বাস্থ্যভবনের সামনে যান বিরোধী দলনেতাসহ বিজেপি বিধায়করা। শুভেন্দুবাবু আসছেন শুনে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। দরজা আটকে দাঁড়িয়ে ছিল তারা। শুভেন্দুবাবু দরজা খুলতে বললে অস্বীকার করেন পুলিশকর্মীরা। বিরোধী দলনেতা জানান, স্বাস্থ্যসচিবকে একটি স্মারকলিপি দেবেন তাঁরা। পালটা উপস্থিত পুলিশ আধিকারিক জানান, আগাম অনুমতি নিয়ে না আসায় এখনই স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে দেওয়া সম্ভব নয়। একথা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা।

পুলিশকর্মীদের তিনি বলেন, ‘আমরা জনপ্রতিনিধি, আপনি একজন সরকারি চাকুরে। আপনার আমাদের বাধা দেওয়ার অধিকার নেই। মমতা এদের এখানে পাঠিয়েছে। ৩৬ শতাংশ ডিএ দেয় না। এদের চিনে রাখুন। ক্ষমতায় এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’

এর পর ‘ডেঙ্গুর সরকার আর নেই দরকার’ বলে স্লোগান তোলেন শুভেন্দুবাবু। সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজ্যে ১০০ মানুষ ডেঙ্গিতে মারা গেছেন। ১০ লক্ষ মানুষ ডেঙ্গি আক্রান্ত। দমদম – যাদবপুরে ঘরে ঘরে ডেঙ্গি। এখন সরকার তেল ছড়াতে নেমেছে। এপ্রলি থেকে তেলটা ছড়ানোর দরকার ছিল। আমরা এই কথা জানাতে এখানে এসেছিলেন। ১ মিনিটের কাজ, আমাদের কাগজটা রিসিভ করে নিত। কিন্তু সরকার বিজেপি ও বিরোধীদের ভয় পেয়েছে। তাই বাধা দিচ্ছে।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here