Home আপডেট Swami Smaranananda Maharaj Memorial: স্বামী স্মরণানন্দ মহারাজের স্মরণে বেলুড় মঠে পুজো-ভজন হবে রবিবার, রইল সময়সূচি

Swami Smaranananda Maharaj Memorial: স্বামী স্মরণানন্দ মহারাজের স্মরণে বেলুড় মঠে পুজো-ভজন হবে রবিবার, রইল সময়সূচি

Swami Smaranananda Maharaj Memorial: স্বামী স্মরণানন্দ মহারাজের স্মরণে বেলুড় মঠে পুজো-ভজন হবে রবিবার, রইল সময়সূচি

[ad_1]

স্বামী স্মরণানন্দ মহারাজের মহাসমাধির জন্য বিশেষ পুজো, ভজন এবং স্মরণসভার আয়োজন করা হল। আগামী রবিবার (৭ এপ্রিল) বেলুড় মঠে সেই শেষ পুজো, ভজন এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের তরফে জানানো হয়েছে। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে রবিবার ভোরে মঙ্গলারতি হবে। তারপর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হবে স্মরণসভা। সন্ধ্যারতি হবে। রবিবার বিশেষ পুজো, ভজন ও স্মরণসভার সময়সূচি দেখে নিন।

বিশেষ পুজো, ভজন ও স্মরণসভার সময়সূচি

১) মঙ্গলারতি: ভোর ৪ টে। শ্রীশ্রীঠাকুরের মন্দিরে হবে।

২) শ্রীশ্রীঠাকুরের বিশেষ পুজো ও হোম: সকাল ৭ টা। শ্রীশ্রীঠাকুরের মন্দিরে হবে।

৩) বৈদিক মন্ত্রপাঠ (বেলুড মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ): সকাল ৯ টা থেকে সকাল ৯ টা ২০ মিনিট। সভামণ্ডপে হবে।

৪) ভক্তিগীতি (বেলুড মঠের সন্ন্যাসী-ব্রহ্মচারীবৃন্দ): সকাল ৯ টা ২৫ মিনিট থেকে সকাল ১০ টা। সভামণ্ডপে হবে।

৫) শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এবং ব্যাখ্যা (স্বামী তত্ত্বসারানন্দ): সকাল ১০ টা ৫ মিনিট থেকে সকাল ১০ টা ৫০ মিনিট। সভামণ্ডপে হবে।

৬) পদাবলী কীর্তন (শ্রী অনির্বাণ ভট্টাচার্য): সকাল ১১ টা থেকে বেলা ১২ টা ১০ মিনিট সভামণ্ডপে হবে।

৭) বাউল গান (শ্রী স্বপন অধিকারী): বেলা ১২ টা ১৫ মিনিট থেকে দুপুর ১ টা ২৫ মিনিট। সভামণ্ডপে হবে।

৮) ভজন (শ্রী ভার্গব লাহিড়ি): দুপুর ১ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো ২০ মিনিট। সভামণ্ডপে হবে।

৯) কালীকীর্তন (রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ): দুপুর ২ টো ২৫ মিনিট থেকে দুপুর ৩ টে ২৫ মিনিট। সভামণ্ডপে হবে।

১০) স্মরণসভা: দুপুর ৩ টে ৩০ মিনিট। সভামণ্ডপে হবে।

১১) প্রসাদ বিতরণ (হাতে হাতে দেওয়া হবে): সকাল ১১ টা থেকে দুপুর ২ টো। মা সারদা সদাব্রত ভবনে প্রসাদ বিতরণ করা হবে।

১২) সন্ধ্যারতি: সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে হবে। শ্রীশ্রীঠাকুরের মন্দিরে হবে সন্ধ্যারতি।

স্মরণসভায় কে কে বক্তা থাকবেন?

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজের বিশেষ পুজো, ভজন ও স্মরণসভায় সভাপতিত্ব করবেন স্বামী গৌতমানন্দ। বক্তা হিসেবে থাকবেন স্বামী সুহিতানন্দ, স্বামী ভজনানন্দ (ইংরেজি), স্বামী সুবীরানন্দ, স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী জ্ঞানব্রতানন্দ এবং গৌর দাস।

আরও পড়ুন: স্বামী গৌতমানন্দজি হলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here