HomeখেলাধুলোTitus Sadhu, one of...

Titus Sadhu, one of the women’s cricket team’s gold medal winners at the Asian Games, returned home


হুগলি: দেশকে সোনা জিতিয়ে ঘরের মেয়ে ফিরেছে ঘরে। বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ চুঁচুড়ার কলেজ রোডের বাড়িতে এসে পৌঁছান বাংলার তথা দেশের তুখোড় মহিলা ফাস্ট বোলার তিতাস সাধু। এশিয়ান গেমসে তিতাসের দুর্দান্ত পারফরম্যান্স নজির তৈরি করেছে। তবে এখনই আনন্দে আত্মহারা হওয়ার সময় নয় বরং এই সময় আরও কঠিন পরিশ্রমের। এমনটাই জানাচ্ছেন তিতাসের বাবা৷ এটাই মত  তিতাসের নিজের। তাই  বাড়ি ফিরেই ট্রেডমিলে দৌড়ে শরীর চর্চার উপর মনোনিবেশ করছে তিতাস।

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল ম্যাচে ৪ ওভার বল করে একটি মেডেন ওভার, ৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন বাঙালি ফাস্ট বোলার তিতাস সাধু। তিতাসের আগুনে স্পেলে ভেঙে পরে শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্যে ১১৭ রান তাড়া করতে গিয়ে ৯৭ রানে শেষ হয় তাদের ইনিংস। তিতাসের প্রথম ওভারে মেডেন ও ২ উইকেটের ধাক্কা সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ফল, প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা জয় ভারতের।

আরও পড়ুন – India vs Saudi Arabia: ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ সৌদি আরব, কোথায়, কখন দেখবেন শেষ ষোলর ম্যাচ

বাড়ি পৌঁছে তিতাস বলেন, ‘‘আমার উপর কোনও চাপ ছিল না। আমাকে যতটা করতে বলা হয়েছিল সেটাই করেছি। আর তাতেই সাফল্য পেয়েছি।সামনেই ঘরোয়া ক্রিকেট আছে সেদিকে এবার ফোকাস করব। আগামী দিনে জাতীয় দলে টানা খেলে যাওয়া আমার লক্ষ্য।এই সুযোগটাকে কাজে লাগাতে পেরেছি এতেই আমি খুশি। ভালর কোনো শেষ নেই। তবে চাইব যেন আরও ভাল করতে পারি।’’

তিতাসের বাবা রনজয় সাধু বলেন, ‘‘একটা বাচ্চা মেয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছে এটাই বড় কথা। সুযোগ পাওয়া প্রথম কাজ হলে দ্বিতীয় কাজ হল ছাপ ফেলে আসা।সেটা তিতাস করতে পেরেছে। দলে সুযোগ পেয়ে সেটা ধরে রাখা আরও বড় বিষয়। ওর পারফরমেন্স ভাল হলে সবাই ভাল বলবে।ডাক পাওয়াটা আমাদের হাতে নেই। তবে ডাক পেলেই যেন ওর সেরাটা দিতে পারে সেটাই আশা করব।’’

তিতাসের চুঁচুড়া ক্লাবের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘তিতাস সব সময় শান্ত থাকে। মাথা ঠাণ্ডা রাখে। বল করে মার খেলে বা উইকেট পেলে একই রকম থাকে। এটাই একজন খেলোয়াড়ের ভাল গুণ। অতিরিক্ত উচ্ছ্বাস যেমন ভাল না আবার ভেঙে পরলেও খারাপ। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার পর ফোনে কথা হয়েছে একাধিকবার। একটাই কথা তিতাসকে বলেছি নিজের স্বাভাবিক খেলাটা খেলে যাও। এশিয়ান গেমসে সোনা জয় অবশ্যই বড় বিষয়।তবে নতুন ম্যাচে খেলতে নামলে আগের ম্যাচ ভুলে যেতে হয়।নতুন করে শুরু করতে হয়।তিতাস সেটাই করে চলবে আর সাফল্য আসবে আশা করি।’’

তিতাস, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর, সহ অধিনায়ক স্মৃতি মনদানাদের সঙ্গে পাকাপাকি ভাবে রুম শেয়ার করতে করতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না, বাংলার এই অষ্টাদশী আগামীর তারকা।

Tags: Asian Games, Titas Sadhu



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Delhi Road Accident: দিল্লি রোডে দুই লরির চাপে পিষে গেল টোটো, চালক সহ মৃত ৪, আশঙ্কাজনক এক শিশু

শ্রীরামপুরে দিল্লি রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ...

North Bengal express: ভোটের মধ্যেই LHB’তে রূপান্তর করা হয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ, তুঙ্গে তরজা

শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে আইসিএফ থেকে লিংক-হফম্যান-বুশ (এলএইচবি)...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

ঝাঁপিয়ে বৃষ্টিতে ভিজল কল্লোলিনী কলকাতা, শিলাবৃষ্টির সাক্ষী থাকল বিজয়গড়–নিউ আলিপুর

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বেলা গড়াতেই আজ, বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি নামল। মুষলধারে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে দেখা গেল কলকাতার অন্যান্য প্রান্তে। এছাড়া বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা—চার জেলায় বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাঁকুড়া...

Delhi Road Accident: দিল্লি রোডে দুই লরির চাপে পিষে গেল টোটো, চালক সহ মৃত ৪, আশঙ্কাজনক এক শিশু

শ্রীরামপুরে দিল্লি রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই টোটোকে পিছন থেকে ধাক্কা মারল লরি। টোটোটি গিয়ে ধাক্কা মারে অন্য একটি লরিকে। দুই লরির চাপে দুমড়ে-মুষড়ে যায় টোটটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক-সহ চার জনের। মৃত্যুর সঙ্গে লড়ছে এক শিশু। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর প্রধান। রোগের হাত থেকে দূরে থাকতে প্রতিদিনের পাতে কোন ধরনের খাবার থাকা উচিত, সেসবই তুলে ধরা হয়েছে ওই গাইডলাইনে। একই সঙ্গে আইসিএমআর প্রধানের মন্তব্য, অর্ধেকেরও বেশি রোগের কারণ আমাদের ভুল খাদ্য়াভাস। অস্বাস্থ্যকর খাদ্য...

North Bengal express: ভোটের মধ্যেই LHB’তে রূপান্তর করা হয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ, তুঙ্গে তরজা

শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে আইসিএফ থেকে লিংক-হফম্যান-বুশ (এলএইচবি) পরিবর্তন করার দাবি ছিল দীর্ঘদিন ধরেই। সেই দাবি মেনেই সম্প্রতি উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে এলএইচবি কোচে রূপান্তর করা হয়েছে। তাতে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা। তবে ভোটের আবহে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে রূপান্তর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।...

SSC genuine candidates portal: SSC-তে ‘চাকরিহারা যোগ্যদের’ জন্য পোর্টাল ও হেল্পলাইন চালু BJP-র, কথা দেন মোদী

'চাকরিহারা যোগ্য' প্রার্থীদের খুঁজতে পোর্টাল চালু করল বিজেপি। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় যে 'যোগ্য' শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বিপদের মুখে আছে, তাঁরা ওই পোর্টালে নথিভুক্ত করে আইনি সাহায্য নিতে পারেন। হেল্পলাইন লাইনেও ফোন করতে তাঁরা...

HS Topper 2024: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে?

উচ্চমাধ্য়মিক পরীক্ষায় একের পর এক নজরকাড়া রেজাল্ট। তার মধ্যে নজর কাড়ল স্নেহা ঘোষ ও সোহা ঘোষ। দুজনেই যমজ বোন। দুজনের রেজাল্টই একেবারে সকলের প্রশংসার দাবি রাখে। দুজনেই পরস্পর যমজ বোন। সোহার থেকে ঠিক এক মিনিটের ছোট স্নেহা। স্নেহার প্রাপ্ত নম্বর ৪৯৩ এবং সোহার প্রাপ্ত নম্বর...

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই ইডি পাঠিয়ে দিন: রাহুল

ডেস্ক: শিল্পপতি গৌতম আদানি আর মুকেশ আম্বানিকে নিয়ে বাগযুদ্ধ লেগে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মধ্যে। আদানি-আম্বানি সম্পর্কে ‘হঠাৎ নীরব’ হয়ে যাওয়ার জন্য রাহুলকে ঠেস দেন মোদী। তারই জবাবে মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল বলেন, বিষয়টি নিয়ে তদন্তের জন্য উনি তা...

Governor CV Ananda Bose: মমতা আর পুলিশ ছাড়া বঙ্গবাসীকে রাজভবনের সিসি ফুটেজ দেবেন বোস, কীভাবে পাবেন এটা?

খোদ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস এনিয়ে কঠোরতম ব্যবস্থা নিয়েছিলেন। এবার রাজভবনের তরফ থেকে নয়া কর্মসূচি। কর্মসূচির নাম সাচ কে সামনে…সেই কর্মসূচিতে সামনে রেখে একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্মানীয় রাজ্যপাল একটি প্রোগ্রামের সূচনা করবেন। সেটা হল...

Jadavpur Vidyapith in HS 2024 Result: ফার্স্ট ডিভিশনে ৯৫% পড়ুয়া! উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ৪৭৩ উঠল যাদবপুর বিদ্যাপীঠে

কলকাতার অন্যতম প্রথমসারির স্কুল, আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলেও সেটার প্রমাণ মিলল। এবার যাদবপুর বিদ্যাপীঠের প্রায় ৯৫ শতাংশ পড়ুয়াই ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, এবার মোট ২৫৮ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে মাত্র ১৩ জন...

Migrant worker’s son 9th in HS: HS-এ নবম পরিযায়ী শ্রমিকের ছেলে, সুস্থ সমাজ গড়ে তোলাই লক্ষ্য, হতে চান IAS

বাবা পরিযায়ী শ্রমিক। মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন। অভাব অনটনের সংসারেও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল করে সকলকে তাক লাগিয়ে দিলেন কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রাম ভেউরের বাসিন্দা প্রীতম্বর বর্মন। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছেন প্রত্যন্ত গ্রামের এই পড়ুয়া। তার মোট প্রাপ্ত...

Love hits border hurdle: প্রেমের টানে বাংলাদেশ থেকে মালবাজারে যুবক, পাচারের সন্দেহে মারধর মেয়ের পরিবারের

প্রেমের টানে বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে এসেছিল এক যুবক। এখানে আসার পর মালবাজারের বাসিন্দা এক তরুণীকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। সেই সময় তাকে ধরে ফেলে পুলিশ। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই যুবকের বিরুদ্ধে পাচারের চেষ্টার...

HS 2024 Result Declared: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল! কত নম্বর পেয়েছেন? এখানেই দেখে নিন নিজের রেজাল্ট

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে গেল। এখন সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেই সাংবাদিক বৈঠক কিছুক্ষণ চলবে। তবে নিজেদের রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন...