Home আপডেট TMC councilor protest: সুদীপ অনুগামীদের বিরুদ্ধে কাজে বাধার অভিযোগ,ধর্নায় TMC কাউন্সিলর

TMC councilor protest: সুদীপ অনুগামীদের বিরুদ্ধে কাজে বাধার অভিযোগ,ধর্নায় TMC কাউন্সিলর

TMC councilor protest: সুদীপ অনুগামীদের বিরুদ্ধে কাজে বাধার অভিযোগ,ধর্নায় TMC কাউন্সিলর

[ad_1]

জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে কাজে বাঁধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। এই অভিযোগে ধর্নায় বসলেন কলকাতা পুরসভা ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে তিনি ধর্নায় বসেছেন।

লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে নাম ঘোষণার আগে থেকে সুদীপের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন অনেকে। এর মধ্যে তৎতকালীন বিধায়ক তাপস রায় যেমন ছিলেন, তেমনি ছিলেন কুণাল ঘোষও। তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে সুদীপের বিরুদ্ধে উত্তর কলকাতায় প্রার্থীও করেছে পদ্ম শিবির। অন্যদিকে কুণালের সঙ্গে সম্পর্কে বৈরিতা মিটেছে সুদীপের। কুণাল তৃণমূল প্রার্থীর বিভিন্ন অনুষ্ঠানে থাকছেন। তারই মধ্যে কাউন্সিলরের এই বিক্ষোভে নতুন করে বিড়ম্বনা তৈরি করল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। 

আরও পড়ুন। রাজ্যের আপত্তি খারিজ, শর্ত দিয়ে শ্রীরামপুরে রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের, বাসন্তী পুজোর শোভাযাত্রাতেও সায়

প্রতিনিধি পাঠিয়েও হয়নি সমাধান

কাউন্সিলর জানিয়েছেন, তিনি তাঁর ক্ষোভের কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কাউন্সিলর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি পুরপ্রতিনিধি। অথচ আমাকে কোনও কাজ করতে দেওয়া হয় না। এটাই তো সবথেকে বড় যন্ত্রণার। তাই এখানে বসা। ওয়ার্ডের কয়েকজন নিজেদের পুরপ্রতিনিধি মনে করছেন। ভাবছেন তাঁরাই পরিষেবা দেবেন। প্রকাশ্যে বলছেন, পুরপ্রতিনিধিকে লাগবে না। আপনার যা দরকার বিধায়ক করবেন, বোরো চেয়ারপার্সন করবেন।’ তাঁর অনুগামী বেশ কয়েক জনকে নিয়ে মোনালিসা নির্বাচনী কার্যালয়ে ধর্নায় বসেছেন। 

আরও পড়ুন। সিপিএমের FB পেজে ‘ইদহীন’ শুভেচ্ছা, রণনীতি নিয়ে জোর চর্চা

আরও পড়ুন। বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬৫ কোটি বাজেয়াপ্ত করল ইডি!

স্থায়ী সমাধান চান কাউন্সিলর

শুক্রবার সুদীপ প্রতিনিধি পাঠান কাউন্সিলরের কাছে। তিনি তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। এরপর নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ফোনে কথা হয় মোনালিসার। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি কাউন্সিলরের। যতক্ষণ না তাঁর দাবি মিটছে তিনি ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কাউন্সিলর। এ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন। শিয়ালদা বিভাগের সব টয়লেটেই অনলাইনে দেওয়া যাবে টাকা, খুচরো না থাকলেও নো সমস্যা!

আরও পড়ুন। রাজ্য নয়, দুর্নীতির জন্য বেশি দায়ি কেন্দ্র, মত মানুষের, চমকে দেওয়া তথ্য সমীক্ষায়

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here