Home আপডেট Tribeni Kumbh Mela: মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ ত্রিবণী কুম্ভ মেলা, ‘ভয় পাচ্ছে তৃণমূল’ কটাক্ষ বিজেপির

Tribeni Kumbh Mela: মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ ত্রিবণী কুম্ভ মেলা, ‘ভয় পাচ্ছে তৃণমূল’ কটাক্ষ বিজেপির

Tribeni Kumbh Mela: মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ ত্রিবণী কুম্ভ মেলা, ‘ভয় পাচ্ছে তৃণমূল’ কটাক্ষ বিজেপির

[ad_1]

গত দু’বছর ধরে হুগলির ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে। অনেকেই এই মেলাকে মিনি কুম্ভ মেলা বলে থাকেন। এবছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ৩ দিন এই মেলা হওয়ার কথা ছিল। তবে ওই সময় মাধ্যমিক পরীক্ষা চলার কারণে এই মেলায় অনুমতি দিল না জেলা প্রশাসন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, মাধ্যমিক পরীক্ষা হল অজুহাত, আসলে তৃণমূল ভয় পেয়ে এই মেলা বন্ধ রেখেছে। 

আরও পড়ুন: কুম্ভমেলায় ক্লান্ত পথিকদের গুড়–বাতাসা বিলি, বামেরা এবার হাঁটল কেষ্ট–পথে!

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগে সেখানে কুম্ভ মেলা হত না। দুবছর থেকেই সেখানে কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে।  তবে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ভিড় নিয়ন্ত্রণ, দমকল এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখেই এবার সেখানে কুম্ভ মেলায় অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন মহাকুমা শাসক স্মিতা সান্যাল। ১৩ ফেব্রুয়ারি এই মেলায় শাহি স্নানের কথা ছিল। জানা গিয়েছে, শনিবার সদর মহকুমা শাসকের সঙ্গে বাঁশবেড়িয়া পুরসভা, দমকল, স্বাস্থ্য, পুলিশ মেলা কমিটি এবং শিবপুর ক্লাবের সঙ্গে বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

যদিও এই মেলার পক্ষে নয় শিবপুর স্পোর্টিং ক্লাব। তাদের বক্তব্য, ক্লাবের এই মাঠে জোর করে মেলার আয়োজন করা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ চাইছে না এই মাঠে মেলা হোক। ক্লাবের তরফ থেকে অন্য কোথাও মেলা আয়োজন করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। যদিও মেলা কমিটি প্রশাসনের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। সোমবার এ বিষয়ে জানানো হবে।

অন্যদিকে প্রশাসনের তরফে মেলার অনুমতি দেওয়া না হলেও রবিবার শিবপুরের মাঠে মেলার ব্যানার টাঙাতে দেখা যায়। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারপার্সন শিল্পী চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে এই মেলার অনুমতি দেওয়া হয়নি। যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই কুম্ভ মেলার সঙ্গে অনেক বিজেপি নেতা যুক্ত রয়েছেন। গতবার এখানে সুকান্ত মজুমদার এসেছিলেন। যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে এখানে অনেক বিজেপি নেতা আসতে পারেন। তাই ভয় পেয়ে এই মেলা বন্ধের নির্দেশ দিয়েছে তৃণমূল। মাধ্যমিক পরীক্ষা অজুহাত ছাড়া আর কিছু নয়।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here