Home বিনোদন ভারতীয় সেনার প্রথম ‘ফিল্ড মার্শাল’ মানেকশর ভূমিকায় ভিকি কৌশল

ভারতীয় সেনার প্রথম ‘ফিল্ড মার্শাল’ মানেকশর ভূমিকায় ভিকি কৌশল

ভারতীয় সেনার প্রথম ‘ফিল্ড মার্শাল’ মানেকশর ভূমিকায় ভিকি কৌশল

এবার চতুর্থবারের জন্য হাতে হাত মিলিয়ে নতুন প্রজেক্ট-এ নামছেন ভিকি কৌশল ও রনি স্ক্রিউওয়ালা। এবার তাঁদের ছবি দেশের প্রথম ফিল্ড মার্শাল মানেকশনর বায়োগ্রাফি। আর সেই ছবিতেই তাক লাগানো ভিকির প্রথম লুক প্রকাশ্যে এলো। ভিকির এই লুকে সাফ দেখা যাচ্ছে , মোটা গোঁফ আর নীল চোখের নতুন সংযোজন ভিকির মুখে। আর ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেই ভিকির দাবি, এমন এক চরিত্র অভিনয় করতে পেরে তিনি গর্বিত।

স্যাম মানেকশর জন্ম অমৃতসরে। ১৯১৪ সালের ২ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল এই হিসাবে যোগ দেন এই বীর সেনানী। ১৯৪২ সালে জাপানের সঙ্গে যুদ্ধের সময় তিনি পোস্টেড ছিলেন বার্মায়। সেখানে তাংর সারা শরীর ঝাঁঝরা করে দেয় ৯ টি বুলেট। এরপর থেকেই শুরু হয় তাঁর জয়যাত্রা। ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক হিসাবে পরিচিত পান মানেকশ। আর সেই জয়ের সফরই এবার বলিউড দেখতে চলেছে ৭০ এমএম -এর ক্যামেরায়।