Home আপডেট Visva Bharati University: কর্মীদের পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করেও বাতিল, ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

Visva Bharati University: কর্মীদের পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করেও বাতিল, ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

Visva Bharati University: কর্মীদের পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করেও বাতিল, ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

[ad_1]

বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন বারবার বিতর্কে জড়িয়ে ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পরে বিশ্বভারতীর উপাচার্য বদল হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য পদে রয়েছেন সঞ্জয় মল্লিক। তা সত্ত্বেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বিতর্কে জড়াল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কর্মীদের পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করেও তা বাতিল করল কর্তৃপক্ষ। এই নিয়ে কর্মীদের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন কর্মীরা।

আরও পড়ুন: বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে RSS ঘনিষ্ঠ, চর্চা তুঙ্গে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি চারজনকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এবং দুজন কর্মীকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র অফিসার উন্নত করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু, কোনও কিছু না জানিয়ে হঠাৎ করে সেই বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হয়। তার প্রতিবাদে বুধবার কর্মীদের একাংশ ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন। কর্মীদের বক্তব্য, অবিলম্বে পদোন্নতির বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। 

প্রসঙ্গত, কিছুদিন আগে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষমেলা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই মাঠে পৌষমেলা করার কথা ঘোষণা করলেও পরে তা প্রত্যাহার করে। দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে পূর্বপল্লীর মাঠেই পৌষমেলা হয়েছে। স্থানীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই মাঠ। প্রচুর মানুষ যাতায়াতের জন্য এই মাঠের গেট ব্যবহার করে থাকেন। শান্তিনিকেতন থানার সংযোগকারী ওই মাঠের গেট খুলে দেওয়ার দাবিতে জানাচ্ছে কবিগুরু হস্তশিল্প উন্নয়ন সমিতি। এই দাবিতে তারা বিশ্বভারতীর উপাচার্যকে স্মারকলিপি জমা দিয়েছেন। 

তাদের বক্তব্য, পূর্বপল্লীর মাঠের সংযোগকারী রাস্তার গেটগুলি বন্ধ রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু, তা সত্ত্বেও বিশ্বভারতী কর্তৃপক্ষ গেটগুলি বন্ধ রাখছে। যারফলে যাতায়াতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। তাদের দাবি, ভোর ৫ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত গেট খুলে রাখতে হবে। এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে সমিতির তরফে জানানো হয়েছে।  

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here