Home আপডেট WB BJP on Nitish Kumar: এই রাজনীতি বন্ধ হওয়া উচিত, বললেন দিলীপ, ভবিতব্য ছিল,নীতীশের পাল্টি নিয়ে শুভেন্দু

WB BJP on Nitish Kumar: এই রাজনীতি বন্ধ হওয়া উচিত, বললেন দিলীপ, ভবিতব্য ছিল,নীতীশের পাল্টি নিয়ে শুভেন্দু

WB BJP on Nitish Kumar: এই রাজনীতি বন্ধ হওয়া উচিত, বললেন দিলীপ, ভবিতব্য ছিল,নীতীশের পাল্টি নিয়ে শুভেন্দু

[ad_1]

নীতীশ কুমারের ডিগবাজিতে যখন গদগদ বিহার ও কেন্দ্রের বিজেপি তখন বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বললেন, এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। তবে নীতীশের ঘরওয়াপসিকে ‘ভবিতব্য’ বললেন আরেক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন দিলীপবাবু বলেন, ‘

নীতীশ কুমারের অভ্যাস আছে, প্রতি ২ বছরে একবার শপথ গ্রহণ করেন। একবার ভোটে জিতে তিন বার, চার বার শপথগ্রহণ করতে হয়। এই রাজনীতি ভারতে বন্ধ হওয়া দরকার।’

ওদিকে নীতীশের ডিগবাজি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘যে কোনও সুস্থ মাথার মানুষ যদি রাজনীতি করতে চান বা মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান, তাদের নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে। কেউ ২ দিন আগে এসেছেন, কেউ গতকাল এসেছেন, কেউ আজ এসেছেন, কাউকে আগামিকাল আসতে হবে। এটাই ভবিতব্য ছিল’।

বিহারের লালুপ্রসাদের দল রাজদ-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রবিবার সকালেই মুখ্যমন্ত্রীপদে ইস্তফা দিয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। মাত্র ১৫ মাস আসেই বিজেপির হাত ছেড়ে রাজদের হাত ধরেছিলেন তিনি। রবিবার বিকেলে সেই বিজেপির সমর্থনেই ফের বিহারে সরকার গড়তে চলেছেন তিনি।

নীতীশের বারবার ডিগবাজিতে বিরক্ত বিজেপির একাংশও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মতো নেতারা সেকথা আকারে ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন। তবে লোকসভা নির্বাচনের মুখে নীতীশকে দলে নিয়ে বিহারে নিজেদের আরও শক্তিশালী করার সুযোগ ছাড়তে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, ৪ ফেব্রুয়ারি বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। সেখানে হাজির থাকবেন নীতীশ কুমার।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here