Home আপডেট ‘‌রঙ বদলে গিরগিটিকে কড়া টক্কর দিচ্ছেন নীতীশ’‌, মমতার প্রশংসা করে আক্রমণে জয়রাম

‘‌রঙ বদলে গিরগিটিকে কড়া টক্কর দিচ্ছেন নীতীশ’‌, মমতার প্রশংসা করে আক্রমণে জয়রাম

‘‌রঙ বদলে গিরগিটিকে কড়া টক্কর দিচ্ছেন নীতীশ’‌, মমতার প্রশংসা করে আক্রমণে জয়রাম

[ad_1]

ভারত জোড়ো ন্যায় যাত্রাতে যোগ দিতে আজ রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন রাহুল গান্ধী। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে তিনি জলপাইগুড়ি রওনা হন। রাহুল গান্ধীর বাস আটকে দিয়েছে পুলিশ বলে অভিযোগ ওঠে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে ভারত জোড়োর ন্যায় যাত্রার বাস ঢুকতেই আটকে দেয় হয় পুলিশ বলে অভিযোগ। তখন শুরু হয় বচসা। যেহেতু পরীক্ষা রয়েছে তাই বাস জলপাইগুড়ি শহরে প্রবেশ নিষেধ বলে জানায় পুলিশ। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, রাজনীতিতে গিরগিটিদের মতো বড় নেতা নীতীশ কুমার।

এদিকে আজ ইস্তফা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেন দিয়েছেন তাও খোলসা করেছেন। তাঁর এই সিদ্ধান্তের পরই কটাক্ষ উড়ে এল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে। নীতীশ কুমারকে সরাসরি গিরগিটির সঙ্গে তুলনা করলেন জয়রাম রমেশ। আর এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভারত জোড়ো যাত্রা রবিবার জলপাইগুড়ি থেকে শুরু হয়। সেখানেই উপস্থিত হয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরাসরি নীতীশ কুমার প্রসঙ্গে বলেন, ‘‌নীতীশজি ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ডেকেছিলেন। পরের দুটি বৈঠকেও ছিলেন। এবার উনি যেটা করলেন সেটা অপ্রত্যাশিত। বিজেপির নাটকে সামিল হয়ে গেলেন নীতীশ কুমার।’‌

অন্যদিকে জয়রাম রমেশ আক্রমণ করে নীতীশ কুমারকে দলবদলু স্পেশালিষ্ট তকমা দিয়েছেন। তাঁকে গিরগিটির সঙ্গে তুলনা করে বলেন, ‘‌রঙ বদলে গিরগিটিকে কড়া টক্কর দিচ্ছেন নীতীশ কুমার। বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকতা মেনে নেবে না। ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কোনও দ্বিধা নেই। কারণ এই জোট তৈরির সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।’‌ এখান থেকেই জোটের জন্য বার্তা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও আরএসএস বিরোধী। তিনি জোটের সঙ্গে আছেন। নির্বাচনের আগে আলোচনা হবে, মতামত থাকবে। কিন্তু তাঁরা সবাই বিজেপির বিরুদ্ধেই লড়াই করছেন।’‌

আরও পড়ুন:‌ ‘‌এদের ১৮ মাসে বছর’‌, পুলিশ ওয়েলফেয়ার কমিটির সম্মেলনে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী

এছাড়া আজকে নীতীশ কুমার যে ঘটনা ঘটালেন তা নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। আর ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস এখন বাংলায় যাত্রা করছে। এই আবহে জয়রাম রমেশ জানান, বিহারের ঘটনায় স্পষ্ট যে, নরেন্দ্র মোদী এবং বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রা দেখে ভয় পেয়েছে। তাঁর কথায়, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থাকার অন্যতম কারণ এবং আমাদের উদ্দেশ্য এক। স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে কিছু ছোট ঘটনা ঘটেছে। সেগুলি সবই মিটে যাবে দেশের বৃহত্তর স্বার্থের জন্য। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামীকাল বিহারে পৌঁছবে। তাতে আতঙ্কিত নীতিশ কুমার–সহ মোদী, অমিত শাহ এখন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতেই নীতীশ কুমারকে দিয়ে এই ম্যাজিক দেখালেন।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here