Home আপডেট Weather Update: রেড অ্যালার্টে কোন কোন রাজ্য! বাংলায় বৃষ্টির সঙ্গে বরফ

Weather Update: রেড অ্যালার্টে কোন কোন রাজ্য! বাংলায় বৃষ্টির সঙ্গে বরফ

Weather Update: রেড অ্যালার্টে কোন কোন রাজ্য! বাংলায় বৃষ্টির সঙ্গে বরফ

[ad_1]

Weather Update: জলোচ্ছ্বাস, ভূমিধস? ভাইটাল ৪৮ ঘন্টা, বিগড়ে যাচ্ছে আবহাওয়া। ঘূর্ণাবর্তের চক্রব্যূহে আটকে গেল বাংলা। ১৫ জেলায় তোলপাড়? ঘন কুয়াশা থেকে শিলাবৃষ্টি, রেড অ্যালার্ট জারি হলো আপনার লোকেশনে? কি ঘটতে যাচ্ছে ভারতে? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন আইএমডির মেগা আপডেট। সাইক্লোনিক সার্কুলেশন থেকে পশ্চিমী ঝঞ্ঝা। শীতের শুরু থেকেই আবহাওয়ার ভোলবদল। হুড়মুড়িয়ে বরফ, ঝমঝমিয়ে বৃষ্টি আবহাওয়ার তোলপাড়ে জাঁকিয়ে শীতের ইঙ্গিত। বাংলার বুকে কীসের সংকেত? এই মুহূর্তে কোনও সিস্টেম না থাকায় উত্তুরে হাওয়ার অবাধ বিচরণ। কলকাতাতে হু হু করে হঠাৎ ঠান্ডা হাওয়া।

এক ধাক্কায় তাপমাত্রা নামলো ১৫ তে। কলকাতার পাশাপাশি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঠান্ডার স্পেল গোটা বাংলা জুড়ে। জাঁকিয়ে শীত পড়তে যাচ্ছে রাজ্যে, জানিয়ে দিল হাওয়া অফিস। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। এমনিতেই শীত পড়ার নিরিখে উত্তরের কালিম্পংকেও হারিয়ে দিয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া। এরপরেও আগামী কয়েকদিনে ঘটবে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের ১৫টি জেলায় হুড়মুড়িয়ে পারদ পতন। অর্থাৎ শীত আরো বাড়বে।

সামনের দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোর রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। বাঁকুড়া পুরুলিয়ায় ১১ ঘরে নেমেছে তাপমাত্রা। এই সপ্তাহে আগামী আরও ৫-৭ দিন শীতের এই স্পেল থাকবে। অর্থাৎ পরবর্তী তিনদিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় ঘন কুয়াশা পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকা ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা।মঙ্গল এবং বুধবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

হঠাৎ করেই এতটা শীত? এর নেপথে কি কারণ দেখছেন আবহাওয়াবিদরা? ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর পর রাজ্যের আবহাওয়ার ধরণ বদলে গেছে। পশ্চিমী বাতাসের কারণে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পতন অব্যাহত রয়েছে। শুধু বাংলা নয়। দেশেও শীতের কাঁটা। আইএমডি আগামী কয়েকদিনের জন্যে দেশের একাধিক অংশে জারি করল অ্যালার্ট। দেশের রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে! রবিবার এই মরশুমের শীতলতম সকাল অনুভব করেছে দিল্লি। দেশের উত্তরদিকের একাধিক রাজ্যে তুষারপাতের অ্যালার্ট জারি। আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আগামী কয়েকদিনে কেরল, তামিলনাড়ু, পুদুচেরী, করাইকলের আলাদা আলাদা জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। জম্মু-কাশ্মীর, লাদাখ , গিলগিট, বাল্টিস্তান, মুজফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে ছিটেফোঁটা বৃষ্টি কিম্বা বরফ পড়তে পারে। এদিকে এই সময়ে মধ্যপ্রদেশ, হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ের নানা এলাকায় ঘন কুয়াশার সম্ভাবানা রয়েছে৷ এর মধ্যেই রয়েছে ঘূর্ণাবর্তের খবর। অলরেডি একটি ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের জেরে ১১ ডিসেম্বর মানে সোমবার থেকে একটি দুর্বল পশ্চিমি ঝঞ্ঝা পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় এফেক্ট ফেলতে শুরু করেছে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here