Home আপডেট Police Station in Ghazaldoba: গাজলডোবায় রাজ্যের নতুন থানা ‘ভোরের আলো’, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Police Station in Ghazaldoba: গাজলডোবায় রাজ্যের নতুন থানা ‘ভোরের আলো’, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Police Station in Ghazaldoba: গাজলডোবায় রাজ্যের নতুন থানা ‘ভোরের আলো’, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

[ad_1]

গাজলডোবা সংলগ্ন মিলনপল্লী ফাঁড়ির নাম বদলে হল ভোরের আলো থানা। ভার্চু‌য়ালি থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি নতুন থানার দ্বার উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সোমবারই গজলডোবায় ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের দাবি, ভোরের আলো পর্যটন কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই থানার উন্নতি সাধান করা হয়েছে। থানার ভিতরে সবরকম আধুনিক পরিকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে।

এই উদ্বোধন অনুষ্ঠানে এদিন থানার সামনে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার-সহ আমবাড়ি ফাঁড়ির ওসি এবং অন্যান্য পুলিশ কর্তারা। এই প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘এর ফলে পর্যটকদের সুবিধা হবে। স্থানীয়দেরও এনজেপি থানায় যেতে হবে না।’

(পড়ুন। ‘‌লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না’‌, শিলিগুড়ি থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী) 

এর আগে কোনও ঘটনা হলে স্থানীয় বাসিন্দাদের এনজেপি থানায় যেতে হতো। এখন আর তা যেতে হবে না। এর ফলে পর্যটকরাও আরও নিরাপদ বোধ করবেন। তাছাড়া শীতের সময় পর্যটকদের ভিড় বাড়বে, তাই থানা হওয়ায় পর্যটকদের নিরাপত্তা দিতেও সমস্যা হবে না। 

(পড়ুন: নদী পেরিয়ে নিজেই জঙ্গলে ফিরে গেল কুলতলির ত্রাস সেই বাঘ, স্বস্তি ফিরল এলাকায়) 

মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মমতা জানান, আজ মোট ৪৭টি প্রকল্পের উদ্বোধন করা হল। এই প্রকল্পগুলির জন্য খরচ হবে ১,১৪৯.১২ কোটি টাকার বেশি। শিলান্যাস হল প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের। 

মুখ্যমন্ত্রী বলেন, মাটিগাড়ায় ক্যানসার কেয়ার হাসপাতাল তৈরি হচ্ছে। ৫১১ কোটি টাকায় শিলিগুড়ি পুরনিগমের অধীনে জলপ্রকল্পের সম্প্রসারণ করছে রাজ্য। আজকের এই অনুষ্ঠান থেকে ১২,০০০ মানুষের কাছে সরাসরি কোনও না কোনও পরিষেবা পৌঁছে দিচ্ছি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here