Home আপডেট West Bengal Bjp: তিন রাজ্যে কুর্সি দখল করল বিজেপি, বাংলার ভোট বাক্সে প্রভাব পড়বে কতটা ?

West Bengal Bjp: তিন রাজ্যে কুর্সি দখল করল বিজেপি, বাংলার ভোট বাক্সে প্রভাব পড়বে কতটা ?

West Bengal Bjp: তিন রাজ্যে কুর্সি দখল করল বিজেপি, বাংলার ভোট বাক্সে প্রভাব পড়বে কতটা ?

[ad_1]

।। ।।

West Bengal Bjp: তিন রাজ্যে ইতিমধ্যেই ঝান্ডা পুঁতে ফেলেছে গেরুয়া শিবির। এখন পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। তিন রাজ্যে বিজেপির জয়জয়কার বঙ্গ বিজেপির উপর কতটা প্রভাব পড়তে চলেছে ? বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মতে, “তিন রাজ্যে এটা যত না বিজেপির সাফল্য, তার চেয়ে বেশি কংগ্রেসের ব্যর্থতা। একইসঙ্গে ” ভিন রাজ্যে জিততেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক স্কিমগুলি নকল করেছে অন্য দল। তবে লোকসভা ভোটে এর প্রভাব পড়বে না।

অন্যদিকে , নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তথা বিজেপির ক্যাপ্টেন নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, “যেখানে আশা শেষ হয়, সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু হয়। বিধানসভা ভোটের প্রচারে ইতিবাচক এমন হাওয়া হয়েছিল, তার সুফল আজ গোটা দেশ দেখছে। ১৪০ কোটির ভারতীয়র বিশ্বাসকে জাগিয়ে রাখতে হবে। যারা আমাদের দূরে রয়েছ তাদের কাছে পৌঁছতে হবে। যাদের সন্দেহ রয়েছে, তাদের বিশ্বাস বাড়াতে হবে। বিজেপির দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে।”

এই সময় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, ‘ওখানে ১০ লাখ বাঙালি ভোটার আছে। ৯০ শতাংশের বেশি বাঙালি ভোট দিয়েছে। ছত্তিশগড়ের কিছুটা অংশে ভালো সংখ্যক বাঙালি লোক বসবাস করেন। তাঁদের আস্থা এবার প্রতিফলিত হয়েছে বিজেপির ভোট বাক্সে।

শুধুমাত্র ছত্রিশগড় নয় এর আগে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও একটি বাঙালি বসবাসকারী রাজ্য ত্রিপুরাতেও বিজেপির জয়জয়কার লক্ষ্য করা গিয়েছিল। ত্রিপুরায় পাশা বদল হয়। বিজেপি বাম জমানার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনে। আরও একটি রাজ্যে বাঙালির ভোট বিজেপির ঝুলিতে যাওয়া ঝুলিতে যাওয়া নিয়ে আশাপ্রদ বঙ্গ বিজেপির নেতা কর্মীরা।

রাজনৈতিক মহলের মতে, একেবারে আলাদা দুটো দল দিল্লির বিজেপি আর বাংলার বিজেপি । হিন্দিবলয়ের একের পর এক রাজ্যে দিল্লির বিজেপি যে অপ্রতিরোধ্য গতিতে ঝাণ্ডা পুঁতছে, তার ছিঁটেফোঁটা ‘প্রভাব’ পশ্চিমবঙ্গের বিজেপি উপর পড়ছে! এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া দুস্কর। শুধু তাই নয়, এই তিন রাজ্যের ফলাফলের উপর কি নির্ভর করছে লোকসভা নির্বাচনের ফলাফল, কিংবা বিজেপির আশানরুপ জয়। এই নির্ভরতার উপর ভিত্তি করা অনেকটা বোকামির পরিচয় হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিজেপির মত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলেও ২০১৯ এর লোকসভা নির্বাচনে সেইরকম কোনো প্রভাবই পড়েনি। ২০১৮ এর মতোই কি ২০২৪ দেখা যাবে ফলাফল, নাকি পাশা পাল্টে যাবে ? তার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে লোকসভার ফলাফলের দিন পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here