Home ব্লগবাজি পূর্ণিমা চাঁদ – সুচেতনা সেন

পূর্ণিমা চাঁদ – সুচেতনা সেন

পূর্ণিমা চাঁদ     –   সুচেতনা সেন
পূর্ণিমা চাঁদ



এখন পূর্নিমা চাঁদ
আহত হয়েছি নিজে
রাতের চাদরে ঢাকা আছে সমুদ্রের ঘুম ;
বালুচরে শুধু তোর নাম লিখে ঘুরে বেরিয়েছি দিশাহীন -
আমি ত জানি তোর ওই দুচোখে সবচেয়ে বেশি শান্তি ; সবচেয়ে বেশি ঘুম ; পৃথিবীর
সবচেয়ে বেশি আশ্বাস -
এই সন্ধ্যায় তোর মুখ মনে পড়ে ;
যখন দু একটা পাতার পিছনে চাঁদ তার মোহিনী রূপে বিষাদ ছড়ায় ;
আমার দুচোখ শুধু অঝোরে ঝরে -

তবু ত বলেছি তোকে ; বিশ্বাস করি না -
দুপুরের রোদে মেহগনি  বাবলার শ্বাসে তখন তপ্ত হাওয়া ; দোয়েল শ্যামা তাদের গান
থামিয়েছে ;
যত বালিহাঁস উড়ে গেছে নদী ছেড়ে ;
আমি শুধু সময়কে ধরে ছিলাম আঁকড়ে -
সে যেন ছেড়ে না যায় -বলতে
পারিনি  ক্ষমা কোরো মোরে ; শুধু
একটা অদৃশ্য আলো অন্ধকারে দুচোখ ঢাকা
সব দেখেও কিছু দেখতে পাই না -
ধুলো জমা আয়নায় চোখের জলে মুছে
দুহাতে পাগলের মতো খুঁজি নিজেকে -নিজের মুখ;
পাই না ;
আমি তোকে বিশ্বাস না করলে -
এই পৃথিবীর আকাশে চাঁদ তারা সূর্য থাকে না
হাওয়া থমকে থেমে যায়- চলে না
পাখি আর গান গায় না ; নদী মনমরা ক্ষীণ রোগা ;
সমুদ্রকে ছোঁয়া যায় না ;সে তার ঢেউ গুটিয়ে নেয়
রাতের চাদরে -হৃদয় বোবা কালা হয়ে যায় ;
তবু কেন বলি ; বলতে ত চাই না কখনো -

সব শেষ ; পোড়া এ শরীরে
শুধু ক্ষত জেগে রয় অনিবার ।
  
            সুচেতনা সেনঃ ২৭/০৪/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here