Home আপডেট উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যে ফিরল শীতের আমেজ, পারদ নামল ১২ ডিগ্রিতে

উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যে ফিরল শীতের আমেজ, পারদ নামল ১২ ডিগ্রিতে

উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যে ফিরল শীতের আমেজ, পারদ নামল ১২ ডিগ্রিতে

সামুদ্রিক সংকটের ধাক্কা কাটিয়ে রাজ্যে ফিরেছে শীতের আমেজ। রবিবার থেকেই গোটা রাজ্যে নামতে শুরু করেছিল তাপমাত্রা। সোমবার আরও কিছুটা পারদ পতন হল উত্তর ও দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন আবহাওয়ার এই অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সোমবার সকালে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কোচবিহারে। সেখানে তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় স্থানে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন। সেখানে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। এদিন সকালে রাজ্যের বাকি সব বাকি সমস্ত জায়গায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১৩ – ১৬.৫ ডিগ্রির মধ্যে। কলকাতার আলিপুরের তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দমদমে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, বিধাননগরে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওড়া ১৪ ডিগ্রি, শিলিগুড়ি ১৩.৮,

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাজ্যে আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে। সামান্য নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এর মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে সেটি শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে যাবে। তার কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বসন্ত গ্রাস করবে রাজ্যকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here