Homeশিক্ষা ও কেরিয়ারকোন রাজ্যে কখন হবে...

কোন রাজ্যে কখন হবে বোর্ড পরীক্ষার সংশোধিত তারিখ ঘোষণা জেনে নিন এখনই!


#নয়াদিল্লি: গোটা দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে আপাতত বন্দিদশা কাটাচ্ছেন আপামর জনসাধারণ। কিন্তু তাও ঠেকানো যাচ্ছে না এই মারণ ভাইরাসের সংক্রমণ। কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকলে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) তরফে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত এবং দশম শ্রেণি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

CBSE বোর্ডের মতো রাজ্যগুলি শিক্ষার্থীদের বিনা পরীক্ষায় পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে বেশ কিছু রাজ্য রয়েছে যারা দ্বাদশ শ্রেণির পাশাপাশি দশম শ্রেণি পরীক্ষা বাতিল করেনি এবং জানিয়েছে যে পরিস্থিতি মূল্যায়ন করার পরে সংশোধিত তারিখগুলি ঘোষণা করা হবে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)-ও দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে এবং ISC দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করেছে।

বিভিন্ন রাজ্যে বোর্ড পরীক্ষার জন্য সম্ভাব্য সংশোধিত তারিখগুলি এক নজর দেখে নোওয়া যাক:

অসম: অসম উচ্চশিক্ষা কাউন্সিল (AHSEC) পূর্বে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং HSLC বা দশম শ্রেণির পরীক্ষার উপর স্থগিতাদেশ জারি করেছিল। তবে এখনই এবিষয়ে কোনও সংশোধিত তারিখ স্থির করা হয়নি। স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরামর্শ করার পরেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে এই রাজ্যের সরকার। ২০ মে-র মধ্যে রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনা করার কথা জানিয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা (Dinesh Sharma)।

উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশ মধ্যশিক্ষা পরিষদ (UPMSP) ২০২১ সালের ২০ মে পর্যন্ত UP বোর্ডের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানা গেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বোর্ড পরীক্ষার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ: দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE) ১৫ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২১ (দশম শ্রেণী) স্থগিত রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আরও সিদ্ধান্ত নেবেন, যেগুলি ১ জুনে শুরু এবং ১০ জুনে শেষ হবে। আশা করা যায় যে, দশম শ্রেণির পরীক্ষা পরিচালনা সংক্রান্ত যে কোনও সিদ্ধান্তই দ্বাদশ শ্রেণির পরীক্ষার উপর প্রভাব ফেলবে।

রাজস্থান: করোনা সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় রাজস্থান মাধ্যমিক শিক্ষা বোর্ড (RBSE) ২০২১ সালের দশম ও দ্বাদশ পরীক্ষা স্থগিত করেছে। বোর্ড জানিয়েছে যে পরীক্ষার সংশোধিত তারিখটি পরবর্তী আলোচনার পরে ঘোষণা করবে সরকার।

ছত্তিসগঢ়: ছত্তিশগঢ় মাধ্যমিক শিক্ষা বোর্ডের (CGBSE) মতে, দশম শ্রেণির শিক্ষার্থীর ফলাফল অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ঘোষণায় আরও বলা হয়েছে, যে সব শিক্ষার্থী নিয়মিত এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নিত অথচ কোভিড ১৯-এর কারণে তাদের প্রোজেক্ট জমা দিতে পারছে না, তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর দেওয়া হবে। CGBSE সচিব, ভি কে গয়াল (V K Goyal) বলেছেন, যে সকল শিক্ষার্থীরা ন্যূনতম নম্বর অর্জন করেননি তাদেরও পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

হিমাচলপ্রদেশ: HPBoSE ঘোষণা করেছে যে ফাস্ট টার্ম, সেকেন্ড টার্ম, প্রি-বোর্ড এবং অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষার পারফরম্যান্সের ভিত্তিতে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২১ সালের জুন মাসে ঘোষণা করা হবে। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

কর্নাটক: কোভিড ১৯-এর ক্রমবর্ধমান সংক্রমণের জেরে বিদ্যালয় ছাড়ার শংসাপত্র ও দশম শ্রেণির পরীক্ষা স্থগিত রাখা হয়। কর্নাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার (S. Suresh Kumar) বলেছিলেন, দ্বিতীয় তরঙ্গ শেষ হলে, সংশোধিত পরীক্ষার তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গুজরাত: গুজরাত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (GSHSEB) দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে।

Tags: Board Exams 2021, Wbbse



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Raj Bhavan Footage: রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন তরুণী? পুলিশের হাতে ‘বিস্ফোরক ফুটেজ’ ‘সাচ কা সামনা’

সত্যের সামনাসামনি হওয়ার কথা বলেছিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সেই মতো তিনি রাজভবনের ফুটেজ সামনে এনেছিলেন। জনতার সামনে সত্যকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কতটা সত্য সামনে এসেছে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। কারণ যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন সেই তরুণীর ছবিই সামনে এসে যায়...

‘সময়ের অপেক্ষা, সময়ের চাকা ঘুরছে’…বাবাকে খুন করেছিল শাহজাহান, HS-এ ৪৮৩ পাওয়া সেই প্রীতমের পরিবারের পাশে শুভেন্দু

সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বাসিন্দা প্রীতম মণ্ডল উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়েছেন। তাঁর বাবা প্রদীপ মণ্ডল শেখ শাহজাহান এবং তার বাহিনীর হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার প্রীতম এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রীতম মণ্ডল এবং তাঁর মা...

Sandeshkhali ‘fake rape cases’ update: রেখা ভুয়ো ধর্ষণের অভিযোগ করান, দাবি সন্দেশখালির মহিলার, দুর্ভাগ্য শুরু, বলল TMC

সন্দেশখালির মহিলাদের ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করেছিলেন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা দাবি করেছেন, সন্দেশখালির এক মহিলা স্বীকার করে নিয়েছেন যে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। সেই অভিযোগে রেখার বিরুদ্ধে ফৌজদারি...

সুইটি, বেবি সবসময় যৌন আবেদন নয়, মামলার শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

‘‌ও সুইটি আর কেঁদো না, আমি আসছি’‌। এটা একটি বাংলা সিনেমার গান। তবে এখানে সুইটি শব্দটি ভাল অর্থে ব্যবহার হয়েছে। এখানে যৌন অর্থ বোঝাচ্ছে না। তাই সমাজের বুকে কোনও নারীকে সুইটি বা বেবি বলে ডাকলে সেটা সবসময় যৌন অর্থে প্রয়োগ বোঝায় না। অনেকেই পরিচিত...

Attack on police: বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত ১৩জন পুলিশ

রাজ্যে আবারও আক্রান্ত হল পুলিশ। এবার ঘটনাস্থল বারুইপুর। মাদক পাচার বিরোধী অভিযানে নেমে আক্রান্ত হয়েছে পুলিশ। সব মিলিয়ে ১৩ জন পুলিশ কর্মী জখম হয়েছেন।  সেখানে তল্লাশি অভিযানে গেলে সন্দেশখালির ঘটনার মতোই পুলিশকে ঘিরে ধরে কয়েকশো গ্রামবাসী এবং মারধর করে। শুধু তাই নয়, পুলিশ কর্মীদের...

HS 2024 Topper Success Tips: মোবাইল না থাকা, খেলাধুলো- উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়ে টিপস দিলেন নরেন্দ্রপুরের ছাত্র – No mobile, playing, discipline

ছাত্রদের কাছে মোবাইল না থাকা যে সাফল্যের অন্যতম কারণ, তা মাধ্যমিক ফলপ্রকাশের দিনই বলেছিলেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। ছ'দিন পরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করার পরে ঠিক একই কথা বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নিলয় চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ফোন ব্যবহার করার অনুমতি ছিল...

Gobordanga Local: ট্রেনের নীচে ফুলকি, পোড়া গন্ধ, দাঁড়িয়ে পড়ল গোবরডাঙা লোকাল

অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ গোবরডাঙা লোকাল। ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সঙ্গেই পোড়া পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্য প্রচন্ড আতঙ্ক ছড়ায়। এদিকে ওই ট্রেনে অফিস ফেরত অনেক যাত্রী ছিলেন। তারা সমস্যায় পড়ে যান। অনেকেই আতঙ্কে দ্রুত অশোকনগর স্টেশনে...

Sandeshkhali Update: ‘আগুন ছাড়া ধোঁয়া হয় না,’ সন্দেশখালি নিয়ে পালে হাওয়া তুললেন বিজেপি নেত্রী

সন্দেশখালি যেন ভোটের মাঝপথে ফের খেলা দেখাতে শুরু করে দিয়েছে। স্টিং ভিডিয়ো সামনে আসার পরেই তৃণমূল কার্যত জোরকদমে নেমে পড়েছে। কিন্তু সত্যিই কি হাওয়া ঘুরছে সন্দেশখালিতে? এনডিটিভির সঙ্গে এনিয়ে কথা বলেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, ওরা যেটা চেষ্টা করছে সেটা হল ড্য়ামেজ কন্ট্রোলের। কিন্তু...

CV Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগে রাজ্যপালের সম্মানহানি, জনস্বার্থ মামলা ফেরাল হাইকোর্ট

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর সম্মানহানী হয়েছে। এই অভিযোগের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা ফেরাল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে বলেছে, ‘এই নিয়ে জনস্বার্থ মামলা হয় না’।আবেদনকারীর বক্তব্য, সংবিধান অনুযায়ী রাজ্যপালের নিজস্ব রক্ষা কবচ রয়েছে।...

Raj Bhavan CC Footage: ঢাকা থাকল সত্য? সিসি ফুটেজে অভিযোগকারিণীকে দেখাল রাজভবন! কী বললেন তরুণী?

সত্য়ের মুখোমুখি। আর সেই মুখোমুখি হতে দিয়ে রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন যিনি সেই তরুণীর মুখই সিসি ক্য়ামেরার ফুটেজে সামনে চলে এল। এখানেই প্রশ্ন উঠে গেল এভাবে কি শ্লীলতাহানির শিকার হচ্ছেন বলে যিনি অভিযোগ করছেন তাঁর অনুমতি ছাড়া কি তাঁর চেহারা বা শরীরকে পাবলিকের সামনে উপস্থাপিত...

Kolkata metro: থাকবে না খুচরোর ঝক্কি, এবার ইউপিআই দিয়ে কাটা যাবে মেট্রোর টিকিট, মহড়া সম্পন্ন

মেট্রোয় টিকিট কাটতে গিয়ে খুচরোর ঝক্কি পোহাতে হয় যাত্রীদের। সেই সমস্যা দূর করতে এবার ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) সিস্টেম চালু করতে চলেছে কলকাতা মেট্রো।  ফলে যে কোন ইপিআই অ্যাপ দিয়ে মেট্রোর টিকিট কাটা যাবে। গ্রিন লাইনে মহড়াইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ও সেন্টার ফর রেলওয়ে...

Manicktala by-polls: জট কাটল মানিকতলা উপনির্বাচনের, কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহারের নির্দেশ HC-র

অবশেষ মানিকতলা উপনির্বাচনের জট কাটল। কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে বেঁচে থাকাকালীন এই মামলা করেন বিজেপি নেতা। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। শেষ পর্যন্ত বিচারপতি জয় সেনগুপ্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিলেন।মামলার ঘটনাক্রমসাধন পাণ্ডে মানিকতলা...