Homeভুঁড়িভোজঘরেই তৈরি করুন থাই...

ঘরেই তৈরি করুন থাই – রেসিপি

আপনারা চাইনিজ তো অনেক খেয়েছেন । থাই খাবারও এখন বেশ জনপ্রিয়।  প্রায়ই এই মজাদার  খাবার খেতে আমরা রেস্টুরেন্টে ছুটি। অথচ রেসিপি জানা থাকলে ঘরেই  তৈরি করতে পারেন এই খাবার। আজ রইল  চার ধরনের থাই  রেসিপি আপনাদের জন্য ।

 থাই ফ্রাইড রাইস

 

 

উপকরণ

  • ২ কাপ রান্না করা ভাত
  •  বোন লেস চিকেন ছোট ছোট করে কাটা
  • ১/২ কাপ  পেঁয়াজ  মোটা করে
  • রসুন  ৩/৪ কোয়া
  • সোয়া সস ২ চা চামচ
  • ওয়েস্টার সস ২ চা চামচ
  • ফিস সস ১ চা চামচ
  • স্প্রিং অনিয়ন কুচি
  • সব্জি ( গাজর , মটর শুঁটি , ক্যাপ্সিকাম  আপনার  পছন্দমতো )
  • সাদা তেল
  • ডিম ২ টি
  • নুন

প্রণালী

সোয়া  সস  ও মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন।

 

প্যানে তেল গরম করে রসুন কুচি , চিকেনের টুকরো  দিয়ে একটু ভেজে রেখে দিন ।

 

আবার  তেল দিয়ে   ডিমের  ঝুরি বানিয়ে নিন ।

এবার প্যানে তেল দিয়ে সব সব্জি  ও  রসুন কুচি দিয়ে  ভেজে নিন ।

 

ভাজা হলে অল্প অল্প করে ভাত দিয়ে চিকেন কুচি ও  ডিমের  ঝুরির সাথে মিশিয়ে একে একে  পেঁয়াজ কুচি ,ক্যাপ্সিকাম  দিয়ে  ভালো করে  মিশিয়ে  ঢেকে দিন ।

 

সোয়া সস ও ওয়েস্টার সস   দিয়ে  ভালো করে মিশিয়ে নিন ।

সোয়া সসে নুন থাকে তাই নুন দেবার সময় লক্ষ্য রাখবেন ।

স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন ।

তৈরি আপনার থাই ফ্রাইড রাইস ।

 

 

থাই চিকেন কারি

 

 

উপকরণ

  • বোনলেস চিকেন
  • মোটা করে কাটা পেঁয়াজ ১ কাপ
  • লম্বা করে কাটা থাই পাতা / লেমন গ্রাস
  • রেড থাই কারি পেস্ট-৪টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
  • সোয়াসস ১ টেবিল চামচ
  • ফিশ সস ১ চা চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ ৬/৭টি
  • নারকেল দুধ
  • নুন
  • সাদা তেল

প্রণালী 

চিকেন ধুয়ে  আদা-রসুন বাটা ও নুন  মেখে রেখে দিন ।

 

প্যানে পরিমাণমতো তেল দিয়ে চিকেন   লালচে করে ভেজে রাখুন ।

 

ঐ  প্যানে তেল গরম করে তাতে রসুন দিয়ে ৩ থেকে ৪মিনিট ভেজে নিন।

রেড কারি পেস্ট দিয়ে  কিছুক্ষণ  রান্না করুন ।

এবার চিকেন , লেমন গ্রাস, ফিশ সস, লেবু পাতা এবং নারকেলের দুধ দিয়ে  দিন ।

১৫মিনিট ঢেকে রান্না করুন ।

রান্না প্রায় হয়ে এলে লেমন গ্রাস  , চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা ছড়িয়ে  দিন ।

 

আরও ৩ মিনিট রান্না করে নামিয়ে নিন ।

সার্ভিং ডিশ – এ ঢেলে পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন মজাদার থাই চিকেন কারি

থাই চিকেন সুপ

 

উপকরণ

  • চিকেন স্টক ২/৩ কাপ
  •  তেল ১ টেবিল চামচ
  • বোন লেস চিকন লম্বা করে কাটা আধা কাপ
  • খোসা ছাড়ানো চিংড়ি মাছ আধা কাপ
  • ডিমের কুসুম ২ টি
  • চিলি সস- ৩/৪ টেবিল চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • সোয়া সস ১ টেবিল চামচ
  • কাঁচালঙ্কা কুচি
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • নুন
  • লেবুর রস ১ চা চামচ
  • লেমন গ্রাস / থাই গ্রাস ৪/৫ টি
  • চিনি ১ চা চামচ
  • নুন  স্বাদমতো

প্রণালী
চিকেনের  হাড় নিয়ে ৫ -৬ কাপ জলে  একটু নুন দিয়ে সেদ্ধ করে নিন ।

 

জল শুকিয়ে অর্ধেক হলে চিকেন স্টক তৈরি হয়ে যাবে।

চিকেনের হাড় গুলি সরিয়ে  নিয়ে চিকেন স্টক  আবার গ্যাসে  বসিয়ে দিন।

 

থাই সুপ তৈরির অন্যতম একটি উপকরণ লেমন গ্রাস ।

 

লেমন গ্রাস এর কারনেই সুপ – এ একটা সুন্দর smell আসে ।

লেমন গ্রাস এর গোড়ার দিকটাতেই বেশি smell পওয়া যায় ।

এটি লম্বা  করে  টুকরো করে কেটে  নিন ।

চিকেন স্টকে চিকেন , চিংড়ি মাছ, লেমন / থাই গ্রাস, সোয়াসস, চিলি সস, টমেটো সস,  চিনি ও নুন   দিয়ে দিন ।

ভালো করে নেড়ে মিশিয়ে দিন ।

ডিমের কুসুম একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন ।

চিকেন স্টকে ডিম দিয়ে ভালো করে নেড়ে দিন যাতে পুরোপুরি মিশে যায়।

চিকেন ও চিংড়ি মাছ  সেদ্ধ হওয়া পর্যন্ত  গ্যাসের  আঁচ কমিয়ে রান্না করুন ।

সেদ্ধ হয়ে গেলে আধা কাপ জলে  কর্নফ্লাওয়ার গুলে স্টকে দিয়ে দিন।

চিকেন স্টক নাড়তে থাকুন  না হলে  কর্ন ফ্লাওয়ার দলা ধরে যাবে।

২-৩ মিনিট নেড়ে ঘন হয়ে এলে এতে লেবুর রস ও কাঁচা লঙ্কা কুচি  দিয়ে  মিশিয়ে  দিন ।

তৈরি গরম গরম স্পাইসি থাই সুপ

থাই মিক্স চাউমিন

 

উপকরণ

  • সেদ্ধ নুডুলস (একটু  নুন  দিয়ে সেদ্ধ করা )
  • মিক্স ভেজিটেবল জুলিয়ান করে কাট (বাঁধাকপি, ক্যাপ্সিকাম, গাঁজর, ব্রকলি)- ১ কাপ
  • বনলেস চিকেন (জুলিয়ান কাটা)
  • প্রন (লেজ কেটে  খোসা   ছাড়ানো) – ১/২ কাপ
  • ডিম – ২ টি
  • স্প্রিং অনিয়ন
  • চেরা কাঁচা লঙ্কা
  • সাদা তেল
  • সেসিমি অয়েল ১ টেবিল চামচ
  • লাইট সয়া সস ১ টেবিল চামচ
  • ডার্ক সয়া সস ১/২ টেবিল চামচ
  • ওয়েস্টার সস ১ টেবিল চামচ
  • ফিশ সস ১ চা চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • সুইট চিলি সস ১ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
  • আদা ও রসুন বাটা
  • রেড কারি পেস্ট ১ টেবিল চামচ
  • রসুন  ৪/৫ কোয়া
  • নুন

প্রণালী

চিকন গুলি জুলিয়ান করে   কেটে নিন।

 

চিকেন ও প্রন আলাদা বাটিতে নিয়ে  আদা-রসুন বাটা,  সব গুলো সস, সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন।

 

 

সব সব্জি গুলি ধুয়ে জুলিয়ান শেপ করে কেটে নিন।

 

এবার একটি বাটিতে সামান্য নুন  দিয়ে ডিম ফেটিয়ে নিন।

একটি প্যানে তেল দিয়ে এই ডিম রোল করে ভেজে নিয়ে তুলে রাখুন ।

এবার নুডুলস – এ সব গুলি সস, সেসিমি অয়েল ও চিনি ভাল করে মিক্স করে রাখুন ।

এবার প্যানে একটু তেল দিয়ে তাতে  রসুন কুচি  ও  পেঁয়াজ দিন।

পেঁয়াজ বাদামী করে যাবে না।

পেঁয়াজ কাঁচা কাঁচাই থাকবে।

পেঁয়াজ এর সাথে  চিকেন ও প্রন  দিয়ে দিন।

চিকেন এমনভাবে ভাজবেন   যেন সেদ্ধ হয়ে যায়।

 

একটু ভেজে   সব্জি গুলি  দিয়ে দিন।

রেড কারি পেস্ট দিয়ে ভালো  করে  মিশিয়ে নিন।
এবার নুডুলসগুলো দিয়ে খুব ভাল করে  নেড়েচেড়ে  একসাথে খুব ভাল করে মিশিয়ে নিন ।

সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে  দিয়ে ভাজুন।

এবার ডিম ও কাঁচালঙ্কা দিয়ে ভাজতে থাকুন।

যদি প্রয়োজন মনে করেন তাহলে নুন দিন।

স্প্রিং অনিয়ন ছড়িয়ে  নামিয়ে  দিন।

 

তৈরি  আপনার থাই  মিস্ক চাউমিন ।

গরম গরম পরিবেশন করুন ।

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বেশ কয়েকজন দর্শক স্লোগান দিলেন। হুলুদ জার্সি পরে স্লোগন দিতে দেখা গেল আম আদমি পার্টির সর্মথকদের। ‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’ এই ছিল তাদের মূল স্লোগান। জার্সির সামনে দিল্লির মুখ্যমন্ত্রীর...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেই যে রেজাল্ট ঘোষণা করা হবে, তা নয়। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল। এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে...

ICSE-ISC Result 2024: আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় পড়তে এসে ফাটাফাটি রেজাল্ট

ISCE -তে ভালো রেজাল্ট হল শিলিগুড়িতে। শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুলের দুই ছাত্র মানব মোতানি ও বিবেক আগরওয়াল নজরকাড়া রেজাল্ট করেছে। দুজনেই ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। তারাই দার্জিলিং জেলার সম্ভাব্য প্রথম হিসাবে মনে করা হচ্ছে। তবে তারা দুজনেই আদপে বাংলার বাসিন্দা নন। তাঁরা শিলিগুড়ির স্কুলের বোর্ডিংয়ে থাকত।...

Abhijit Ganguly: আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গেছিল, দুই গালে থাবড়া খেয়ে এসেছে: অভিজিৎ গাঙ্গুলি

সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানিতে তাঁর নাম ওঠায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই...

Sheikh Shahjahan: ‘কিচ্ছু হবে না, ছাড়ো!’ পুলিশ ভ্য়ানে আগের মেজাজে শাহজাহান, উঠল জয় বাংলা স্লোগান

শেখ শাহাজাহান। মঙ্গলবার প্রিজন ভ্য়ানের জানালায় আবার সেই শাহজাহানকেই দেখা গেল আগের মেজাজে। এদিন আদালত চত্বরেই তিনি আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন। কার্যত কিছুটা হলেও ফের সেই আগের মেজাজে দেখা যায় শেখ শাহজাহানকে। প্রিজন ভ্য়ানের জানালা দিয়ে আত্মীয়দের দিকে হাত বাড়়িয়ে দেন শেখ শাহজাহান। আত্মীয় স্বজনরা...

HS 2024 Result Declaration: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! অনলাইনে কখন ও কোথায় দেখবেন? কীভাবে দেখতে হবে?

আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারপর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে...

Modi on sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ‘চোখে জল এসেছিল’ মোদীর, রেখার প্রশংসা, চুপ থাকলেন ভিডিয়ো নিয়ে

সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, বাংলায় পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারীরা। বাংলায় নারীদের উৎপীড়নের জবাব নারীরাই...

WB HS Vocational Result 2024: কীভাবে দেখবেন ভোকেশনাল রেজাল্ট, ডাউনলোড করার পদ্ধতিটা জানুন

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এইচএস ভোকেশনাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছে।  কীভাবে WB HS Vocational Result 2024 অনলাইন কীভাবে দেখবেন সেটা জেনে নিন। sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে। মোবাইল অ্যাপের মাধ্য়মেও রেজাল্ট দেখা যাবে।...

Newborn baby death: ইসলামপুরে একসঙ্গে জন্মেছিল ৫ শিশু, মৃত্যু ৪ জনের, আশঙ্কাজনক পঞ্চম

২ বা ৩ নয়, একসঙ্গে ৫ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন প্রসূতি। তাতে বেজায় খুশি হয়েছিলেন পরিবারের সদস্যরা। একসঙ্গে এতগুলি শিশুর জন্ম দেওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। তা দেখতে হাসপাতালে ভিড় জমিয়ে ছিলেন কৌতূহলী মানুষ। তবে সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। ২৪ ঘণ্টার মধ্যে...

Abhishek Banerjee on SSC Scam: BJP-র ‘বিস্ফোরক নিষ্ক্রিয়’, SSC মামলায় আপাতত ২৫৭৫৩ চাকরি বাঁচতেই হুংকার অভিষেকের

এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হচ্ছে না। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি...

Mamata Banerjee on SSC Scam: ‘ন্যায়’ হয়েছে, চাকরি বাতিলে স্থগিতাদেশ মিলতেই ‘শিক্ষকদের’ অভিনন্দন ‘তৃপ্ত’ মমতার

আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি রক্ষা পেয়েছে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের উপর সুপ্রিম কোর্ট অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। আর তারপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে ‘ন্যায়প্রাপ্তি’ হয়েছে সুপ্রিম কোর্টে। আর ভারতের প্রধান...