Homeজিঘাংসা : ডিটেকটিভ উপন্যাস...

জিঘাংসা : ডিটেকটিভ উপন্যাস (প্রথম পর্ব)

আজ দিনের  শুরু তেই বুঝতে পেরেছিলাম আজও ঝামেলা আমাকে মুক্তি দেবেনা।  পুলিশ এর চাকরি তে যারা শুধু রোয়াব আর ঘুষ দেখেন, তাদের কাছে আমার অনুরোধ “Please একবারটি এই আধভাঙ্গা কেঠো chair টায়ে বসে দেখুন।

আমি মানে প্রবাল সরকার, B.com Graduate, পরীক্ষা আর ৭ বছরের চাকরি টিকিয়ে রাখার লড়াই এ উত্তীর্ণ হয়ে, আজ লেক থানার Sr. S.I. যদিও মাঝে মাঝে ভাবি পাড়ার বন্ধু দের মত এটা-ওটা চাকরীতে ঢুকলে atleast পুজো-পারবন বা আড্ডা টার এভাবে সর্বনাশ হতোনা জীবনে।। সংসার এর ঠেলা নেই নিজের বলতে বুড়ি মা, বউ থাকলে definitely তালাক দিত, 8দিন বাদে কাল ই Night Duty ছিলোনা, আজ নির্ঘাত তার খেসারৎ দিতে হবে office এ।।

আজ ৪ঠা জানুয়ারি বর্ষশেষ এর রেশ এখনোও কাটেনি বাঙালীর, গলির মোড়ে শুনলাম কোনও এক রাজনৈতিক দল এর পতাকা আর মাইক এ রবীন্দ্র সঙ্গীত, এদেরও একটা জীবন মাইরি। উফফফ… বাইক start করে O.C সাহেব এর উৎকণ্ঠা আর জরুরি তলব এর কারন জানতে পাড়ি দিলাম।

থানায় ঢুকে দেখি, duty তে সুভাষ বসে কাগজ পড়ছে, আমাকে দেখেই নামিয়ে বললো, “যাও বড়বাবু is waiting”

কেন গুরু আবার ক্যাচাল নাকি?

“কি জানি, বড়ে  লোগ, বড়ী বাঁতে…”

গায়ে না মেখে, বড়বাবুর চেম্বার এ ঢুকলাম, উইথ formal permission…

ঢুকে দেখি বড়বাবু টেবিল এর উলটো দিকএ ৩জন বসে আছেন। এদের একজন কে আমি অবশ্য চিনি অনিমেশ কর, পুলিশ এর একসময় বড় পদ এ ছিলেন, এখন স্ত্রী পুত্র নিয়ে অবসর কাটাচ্ছেন, আগে এই পাড়া তেই থাকতেন বছর-খানেক হল, রাজারহাট-নিউটাউন এ ফ্ল্যাট নিয়ে গেছেন। বাকিরা অচেনা , বড়বাবু ইশারা এ খালি চেয়ার টায় বসতে বললেন।

সামনে বসা, অপেক্ষাকৃত কমবয়সী যুবক টি মৃদু স্বরে কিছু বলছিলেন, উনি থামতেই,

বড় বাবু আমার দিকে তাকিয়ে বললেন “চা” ?

না স্যার, খেয়ে এসেছি।

“আচ্ছা যে জন্য তোমাকে ডাকা, অনিমেশ স্যার কে ত তুমি চেনোই, ইনি নিলাদ্রি মুখার্জি আর উনি ওর ছোট ভাই হিমাদ্রি,আমাদের থানা এলাকাতেই থাকেন” আমিও প্রতিনমস্কার করলাম, দুই ভাই এর চেহারা এ খুব একটা মিল নেই, শুধু মাথার চুল ছোট করে ছাঁটা ,

“ওদের একটা সমস্যা নিয়ে এসেছেন, এমনি চোখে দেখলে হয়তো অন্যদের মতো এটাকে স্বাভাবিক ঘটনাই মনে হবে কিন্তু, যাই হোক আমি চাই তুমি ব্যাপার টা দেখো ” যান মিস্টার মুখার্জি, প্রবাল এর কাছে যা বললেন একটু পয়েন্ট গুলো লিখিয়ে আসুন,”

আমি দুই ভাই কে নিয়ে আমার টেবিল এ যেতে যেতে অনিমেশ বাবুর কাছে বড়বাবু র বলা আমার কিছু সুখ্যাতি ও  শুনতে পেলাম, জানি বড়ো ভাল বার খাওয়ান, তাও ভালই লাগলো ।

আমার টেবিল এ বসিয়ে ভদ্রতা করে চা এর কথা জিজ্ঞেস করলাম, দুজনেই না বললেন, বড়বাবুর ঘর এ খেয়েছেন। নিহারদা কে ডেকে এককাপ ই অর্ডার করে personal diary টা বের করে পেন খুঁজতে খুঁজতে বললাম, বলুন একটু গোড়া থেকে।

নিলাদ্রী শুরু করলেন,

আমাদের পৈতৃক কাপড়-জামা র wholesale ব্যাবসা, ঠাকুরদার আমলের, বড়বাজারে একটা দোকান Godown আছে, বছর দুয়েক হল আমি আর ভাই মিলে কসবা এ একটা মোবাইল এর showroom খুলেছি।

শয়তান এর নাম নিলেই শয়তান হাজির, হিমাদ্রির পকেট এর দামী mobile টা তার অস্থিত্ব প্রমাণ করে অসময় আর্তনাদ করে উঠলো, হিমাদ্রি সলজ্জ ভাবে মোবাইল টা silent করেও, নাম্বার টা দেখে নিল, তারপর ইশারায়  আমাদের বুঝিয়ে বাইরে গেল, মিনিট খানেক বাদে ও ফিরে আসাতে নিলাদ্রি আবার বলতে থাকলেন

“আমার বাবা মারা গেছেন গত নভেম্বর মানে ১১/১১/২০১৫, এখনও ২মাস হয়েনি,” আমি ছোট চুল এর রহস্য বুঝতে পারলাম, বললাম “কি হয়েছিল ওনার?”

এমনিতে বাবা বেশ সুস্থই ছিলেন, বেশ মিশুকে, হাসিখুশি, ৭১ বছরেও  কোনও বড় রোগ ছিলোনা, regular morning-walk এ যেতেন লেক এর ধারে। সেদিনও morning-walk সেরে ৭-৩০ নাগাদ বাড়ির দরজায় এসে, আমরা তখনো বিছানায়। আমরা বলতে আমি, আমার স্ত্রী, আমার এক মাত্র সন্তান সোহম, এদিকে ভাই আর রান্নার পিসি “অমুর মা”।

সেদিন সকাল ৭-৩০টায় বাইরে চেঁচামিচি শুনে দোউড়ে গিয়ে দরজা খুলে দেখি বাবা দরজার সামনে সিঁড়ির ধাপে দেয়ালএ ঠেশ দিয়ে নিথর হয়ে বসে, সামনের চা এর দোকানের বিশু আর পাড়ার অন্যরা মিলে মুখে জল ছেটাচ্ছে। অজ্ঞান ছিলেন সবাই মিলে তুলে নিয়ে ওনার বিছানায় শোয়া্য়।‌ ১০/১৫মিনিট পর Dr. সুবিনয় বসাক এসে বলেন, হঠাত কোনো shock থেকে heart failure, আর কোনও injury না থাকা, পাড়ার সবার সামনে এবং  বাড়ির premises এ হওয়ায় ডাক্তারবাবু ও Death Certificate দিয়ে দিলেন ।

আমার চা খাওয়া শেষ করে সিগারেট এর প্যাকেট টা বের করে ওনাদের offer করলাম, হিমাদ্রি নিলেন না, হয়ত দাদার সামনে তাই,  নিলাদ্রিবাবু একটা নিলেন, আমার থেকে দেশলাই টা নিয়ে অগ্নিসংযোগ করে বলতে থাকলেন

“বাবার মৃত্যুটা স্বাভাবিক বলে মেনে নিয়েছিলাম, বাবা খুব পরিশ্রমী এবং একরোখা ছিলেন, মৃত্যুর দুইদিন আগে একটা ঘটনা এ একটু বিচলিত ও ছিলেন, আমাদের মোবাইল এর দোকানের একটি কর্মচারি কিছু টাকা সরিয়েছিল, এই হাজার তিনেক মত, সুবল দাস বাড়ি কৈখালীতে, ধরা পড়াতে কবুল ও করেছিল, বলেছিল “পুলিশ এ দেবেন না দয়া করে, আমার মাস-মাইনে থেকে দিয়ে দেব, ওকে ৬,০০০/- দিতাম মাসে, তাই রেহাই দিয়েছিলাম। বাবা শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন আমাকে বললেন “সুবল এর টাকা মকুব করে এক্ষুনি বিদায় কর, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল”, এমনিতে গত ৬বছর উনি হিসেব বা ব্যাবসায় কখনো মাথা ঘামাতেন না, বলতেন “আমার যতটুকু ক্ষমতা আমি করেছি, তোমরা দুই ভাই আছ, তোমাদের দায়িত্ব ব্যাবসা কে এগিয়ে নিয়ে চলা, আমার এখন অখণ্ড অবসর” কিন্তু সেদিন আমাকে বললেন “যাও বড়বাজার আর কসবার হিসেবের খাতা নিয়ে এস” আমিও সেই মতো পুরোনো খাতা গুলো এনে দিলাম, মৃত্যুর আগেরদিন রাতেও ১-৩০ অব্ধি আমাকে calculator নিয়ে বসে থাকতে হয়েছিল, বাবা ঠিক ৫-৩০ এ morning walk এ বেড়িয়ে গেছিলেন, আমি ঘুম থেকে সেই চেঁচামিচি শুনে উঠেছিলাম।

আমি বললাম, হিসেবের খাতায় কি কোনও গণ্ডগোল?

নিলাদ্রিঃ না, বড়জোর year-end এ ৪০০০/- – ৫০০০/- টাকা, যেটা চা-বিস্কুট এর খরচ মানে “লেখা হয়না”, বাবা যে ৬বছর বাড়িতে অবসর এ ছিলেন, check করে দেখতে পারেন বাজার এর অনুপাতে ব্যাবসা মোটামুটি ঠিকই আছে, আর পরের দুর্ঘটনা র সাথে ওই হিসেবের খাতার কোনো relation ও নেই

আমি সপ্রশ্ন নিলাদ্রির দিকে তাকালাম, উনি বলতে যাবেন এই সময়ে আলুথালু শাড়ি পড়া এক মধ্যবয়স্কা নিম্নবিত্ত মহিলা সোজা ঘর এ ঢুকে এলো, আমার সামনে এসে বললো “স্যার হাজত টা কোথায়ে, আমার ছেলে কে ধরে নিয়ে এসেছে ?” আমি হাঁক দিলাম “গোবিন্দবাবু” , গোবিন্দ কোঙার A.S.I সামনে এসে দাড়ালে বললাম “ওনাকে সুভাষ বাবুর কাছে নিয়ে যান তো, মহিলাকে নিয়ে গোবিন্দ চলে যাওয়ার পর বললাম “ আপনি বলুন নিলাদ্রি বাবু, তারপর?”

নিলাদ্রি বললেন, “তারপর আমার বোন….” এতক্ষণ হিমাদ্রি একমনে মোবাইল এর দিকে তাকিয়ে কিছু করছিল, হয়তো facebook, whatsapp এবার দেখলাম সেও মুখ তুলে দাদার দিকে তাকাল, তার চোখ ছলছল করছে, নিলাদ্রি বলতে থাকলেন “ আমার বোন মানে হিমাদ্রির দিদি মৌ ওর থেকে ৩বছরের বড়, আমার থেকে বছর পাঁচেক ছোট, ওর স্বামী পুনে তে posted, সন্তানাদি ছিলোনা, ভালই ছিল, বাবার মৃত্যুর খবর শুনে এসেছিল, কথা ছিল ডিসেম্বর এর ১৫-১৬ তারিখ ফিরে যাবে, ১১ ই ডিসেম্বর  বেলা তখন ১২-০০/১২-৩০ আমাদের ছাদে গেছিল সাথে অমুর মা, মানে রান্না পিসি।মৌ এর খুব গাছের শখ ছিল জানেন?, ওর বিয়ের আগে ছাদ না বাগান বোঝা  যেতোনা। এখন তো কেউ দেখার নেই, তাও কলকাতা এ এলে ওটাই ওর প্রিয় জায়েগা ছিল, সেদিন ও পিসি কে দিয়ে কোথা থেকে গোবর-সার আনিয়ে গাছের গোড়ায়ে দিচ্ছিল হঠাত পাশে বিছানো মাদুর টার উপর এলিয়ে পরে। বাড়িতে তখন ওর বউদি, সোহম আর পিসি ই ছিল, আমি ছিলাম বড়বাজার , হিমু কসবা এ আমরা আসার আগেই সব শেষ। নিলাদ্রি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হিমাদ্রিও উঠে বেড়িয়ে গেলেন, আমি নীরব, কি বলব বুঝে পারছিনা, মিনিট দুয়েক বাদে নিলাদ্রি সামলে উঠেছেন দেখে বাইরে গিয়ে ৩ কাপ চা বলে এলাম, হিমাদ্রি ও toilet থেকে মুখে চোখে জল দিয়ে এসেছেন। চা আসার পর জিজ্ঞেস করলাম “Dr. Basak ই দেখেছিলেন বোন কে?”

হ্যাঁ, কিন্তু উনি post-mortem করার পরামর্শ দিলেন, সুদেব মানে আমার ভগ্নীপতি পরের দিন আসেন তার আগেই ওর থেকে সম্মতি নিয়ে আমরা post-mortem এ রাজি হই, যিনি duty officer আছেন আজ, আমি বললাম “কে? সুভাষ?” নিলাদ্রি বললেন, হ্যাঁ, উনিই গেছিলেন, পরেরদিন দাহ করা হয়। রিপোর্ট জানায়, Myocardial infarction, Cardiac arrest & CHF and No external/internal wounds.

আমি চা শেষ করে আরেকটা সিগারেট জ্বালিয়ে জিজ্ঞেস করলাম “এখন আপনারা কি কোনও আশঙ্কা করছেন? মানে কাউকে সন্দেহ হয় কি? আপনাদের ধারণা টা জানতে চাই” আপনি বলুন হিমাদ্রি বাবু

হিমাদ্রি মুখ খুলল , “না আসলে এক ই ডেট এ একই ভাবে দুটো মৃত্যু, ঠিক মানতে পারছিনা, ভয় হচ্ছে আবার সেই ১১ আসছে। আর মৃত্যুর কারন টাও তো একই  ”

হুমমম… সেটা আমাকেও ভাবাচ্ছে

একটা কাজ করুন আপনাদের নাম মোবাইল নাম্বার দোকান আর বাড়ির ঠিকানা টা একটু এই ডায়েরিতে লিখে দিন আমি দেখে আসছি বড়বাবু খালি আছেন কিনা, বলে আমি উঠে গিয়ে O.C র চেম্বার এ উঁকি দিলাম, যাক অনিমেশ বাবু নেই, সাহেব একাই আছেন,

স্যার আসছি,

এসো প্রবাল , সব জেনে নিয়েছ?

হ্যাঁ স্যার, ওদের সাথে কি আরেকবার দেখা করবেন?

না, ওরা আছেন নাকি এখনও? ছেড়ে দিয়ে একবার এস তুমি।।

Ok Sir,

দুই ভাই কে বললাম বিকেলের দিকে বাড়ি থাকতে আমি ৪টে নাগাদ যাব, আর আমার মোবাইল নাম্বার টা দিয়ে নতুন কিছু মনে পরলে জানানোর জন্য বলে দিয়ে বস এর চেম্বার এ ছুটলাম ।

স্যার আসছি…

এস, প্রবাল কিছু বুঝলে?

সবে তো শুনলাম স্যার,  এটা তো co-incidence মানে কাকতালীয় ও হতে পারে  তাইনা? বড়বাবু সপ্রশ্ন চাইতে বললাম, না মানে দুটো মৃত্যু দুটোই হার্ট ফেলিয়োর মানে মোটের উপর স্বাভাবিক মৃত্যু, কিন্তু দুজনেই এক family র আর দুটোই ১১তারিখ ঠিক একমাসের ব্যাবধানে, সেটাই খটকা। একটা ভোরবেলা একটা দুপুরে তাই কোনোকিছু থেকে ভয় পাওয়া টাও ঠিক,

বড়বাবু বললেন “না , সেটা ঠিক দাঁড়াবে না বুঝলে, তুমি বরং ওদের ওষুধ আর Doctor এর ব্যাপার টাও একটু investigate কোরে দেখো। বাড়ির মধ্যেই কেউ যদি, কখন যাবে বলেছ?

এই ৪টে নাগাদ, ভাবছি গোবিন্দবাবু কে নিয়ে যাব।

Ok, কি হল জানিয়ো ,

Sure Sir, এখন আসছি।

 

ঠিক বিকেল ৪টে নাগাদ নিলাদ্রিবাবু র বাড়ি হাজির হলাম আমি আর গোবিন্দবাবু আমার বাইক-এই, ওনাদের অনুরোধে ঠিকানা টা বলতে পারছিনা, কিন্তু এটি এই এলাকার বনেদি আর সম্ভ্রান্ত পাড়া, সরু গলির দুই পাশে পাশাপাশি দোতলা-তিনতলা বাড়ির সা্রি। ওদের বাড়ির সামনে এসে চারিদিকে একটু চোখ বুলিয়ে নিয়েই ওনাদের বাড়ির বেল টিপলাম, একটু পরে এক বয়স্কা মহিলা এসে দরজা খুললেন,

আমরা থানা থেকে আসছি, নিলাদ্রিবাবু আছেন?

আসুন, আপনারা একটু বসুন দাদাবাবু কে দেকে ডেকে দিচ্ছি, বলে বৃদ্ধা চলেগেলেন, আমরা একটা সাবেকি সাজে গোছানো বসবার ঘরের সোফায়ে বসে অপেক্ষায় রইলাম, একটু পরে দুই ভাই একে একে ঘরে এসে ঢুকলেন। পর্দার বাইরে এক জোড়া কচি পা দেখে বুঝলাম শ্রীমান সোহম  পুলিশ এর ভয়ে ভিতরে ঢুকতে পারেনি কিন্তু অদম্য কৌতূহল।

আমি আর সময় নষ্ট না করে বললাম, একবার ছাদের উপর টা দেখব আর রান্নার দিদি, মানে ওই মহিলা কেও একটু ছাদে ডেকে নেবেন, বাইরে টা দেখেই এসেছি। হিমাদ্রি আমাদের নিয়ে ছাদে চললেন আর নিলাদ্রি বাবু গেলেন “অমুর মা” কে ডাকতে।

উঠতে উঠতে হিমাদ্রিকে জিজ্ঞেস করলাম “আপনি একতলায় থাকেন?”

হ্যাঁ, দাদারা উপরে থাকে , দিদি র ও একটা ঘর আছে উপরে দেখবেন?

দেখা যাক, যদি প্রয়োজন পড়ে তখন দেখব।

ছাদে উঠে চারপাশ টা দেখলাম বেশ কয়েকটা ফুলের টব গোলাপ-গাদা এ ফুল আছে এখনও, কিছু ফুলের নাম ঠিক জানিনা, কয়েকটা টব খালি এই সব দিয়ে ছাদ টা ঘেরা। মাঝখানে একটি শীতলপাটি আরে ৩-৪টে আঁচার এর শিশি।

ছাদের একদিকে কিছুটা খালি জমি, গ্যারাজ ইত্যাদি, বাড়িটার দুইদিকেই রাস্তা মানে গলি বলা ভাল, হিমাদ্রির বাড়িটা একটা কর্নার প্লট এ । ঠিক উলটো দিকে একটি তিনতলা  বাড়ি গায়ের রঙ ও বাইরের সাজ দেখে বোঝা যায়ে  অবস্থ্যাপন্ন কারোর জিজ্ঞেস করলাম ওটা কার বাড়ি?

হিমাদ্রিঃ ওটা সুনিল আগ্রাওয়াল বড় ব্যাবসায়ি,

দেখলাম তারই ঠিক পাশের কোনায় একটা চায়ের দোকান সামনে বেঞ্চপাতা বললাম ওটাই কি?

হ্যাঁ , ওটাই বিশুর চায়ের দোকান।

এর মাঝেই নিলাদ্রি এসে হাজির পেছন পেছন অমুর মা, তার পেছনে সোহম

আচ্ছা আপনি কতদিন এখানে কাজ করছেন?

আজ্ঞ্যে প্রায় ৩০বছর।

সেদিন কি হয়েছিল বলুন তো, ছাদে

আমি আমাদের পাড়া থেকে ২কেজি গোবর সার এনে ছাদে রেখেছিলাম দিদিমনি ১০টা নাগাদ ঘর থেকে বেড়িয়ে আমার কথা শুনে উপরে এলেন আমিও এককাপ চা বানিয়ে দিয়ে নিচ্চে ছলে গেছিলাম রান্না এগুতে, কাজের একটা মেয়ে আছে সে কাপড় কেঁচে বাথরুম এর গামলায় রেখে গেছিল ১২টা নাগাদ আমি সেগুলো মেলতে ছাদে আসি, খানিক পরেই পেছনে তাকাতে দেখি দিদিমনি র চোখ বেড়িয়ে এসেছে কাত হয়ে এই ঠিক এই জায়েগা টা এ এলিয়ে পড়লো …

 

ক্রমশ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্য়মন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির...

Assets of Abhishek Banerjee: গাড়ি-বাড়ি কিচ্ছু নেই, অভিষেকের সম্পত্তি কত? সোনা কত আছে? কত টাকা ব্যাঙ্কে?

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কত সম্পত্তি এনিয়ে গোটা বাংলা জুড়ে নানা...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Molestation Allegation against WB Guv: রাজভবনে শ্লীলতাহানির তদন্তে নয়া মোড়, বড় দাবি ‘১৫ মিনিট’ নিয়ে,৩ জনকে তলব পুলিশের

রাজভবনে নিজের চেম্বারে রাজ্যপাল সিভি আনন্দ বোস নাকি এক মহিলার শ্লীলতাহানি করেন। এমনই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। অভিযোগকারী মহিলা দাবি করেন, স্কুল শিক্ষকের চাকরির প্রস্তাব দিয়ে রাজ্যপাল তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এদিকে সম্প্রতি রাজ্যপাল ঘটনার দিনে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলেন। তবে নিজের...

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্য়মন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের কর্মীদের মধ্যে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছেন। কেজরিওয়াল ইতিমধ্যেই বলেছেন, “নির্বাচনে প্রচারের সুযোগ পেয়েছি। দেশের কোটি কোটি মানুষকে ধন্যবাদ জানাই।” আজ, শনিবার দলীয় প্রার্থীর হয়ে রোড শো...

Calcutta HC on WB Ramnavami Violence: ‘যত সময় যাবে, তত বিকৃত হতে পারে প্রমাণ’, রামনবমী হিংসা নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের

মুর্শিদাবাদে রামনবমীর হিংসায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ১৩ জুনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এরই সঙ্গে উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, 'যত সময় যাবে, ততই এই ঘটনায় তথ্য প্রমাণ বিকৃত...

Assets of Abhishek Banerjee: গাড়ি-বাড়ি কিচ্ছু নেই, অভিষেকের সম্পত্তি কত? সোনা কত আছে? কত টাকা ব্যাঙ্কে?

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কত সম্পত্তি এনিয়ে গোটা বাংলা জুড়ে নানা জল্পনা। তাঁর বাড়ি, গাড়ি নিয়ে নানা চর্চা চলে। কালীঘাটের টালির চালা নয়, বাংলায় অপর একটি বাড়ি নিয়েও নানা চর্চা হয়। তবে এবারও ডায়মন্ডহারবার কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিষেক। সেখানে তিনি তাঁর বিষয় সম্পত্তির কথাও জানিয়েছেন। সকলকে অবাক...

সুপ্রিম কোর্টে ধাক্কা মানিক ভট্টাচার্যের, মিলল না জামিন, মামলা ফিরল হাইকোর্টে

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও জামিন মিলল না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তাঁর জামিনের আবেদন ফেরানো হল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের আইনজীবী শুক্রবার আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে। এই নথিগুলি কলকাতা হাইকোর্টে এর আগে জমা দেওয়া...

“যৌন হেনস্থার যথেষ্ট প্রমাণ…”, আদালতের নির্দেশে কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ বিপাকে  

ডেস্ক: দিল্লির আদালতে বড়ো ধাক্কা খেলেন ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা যৌন হেনস্থার যে অভিযোগ এনেছেন, সে ব্যাপারে চার্জ গঠন করার নির্দেশ দিল আদালত। আদালত বলেছে, চার্জ গঠন করার যথেষ্ট প্রমাণ আছে। এই নির্দেশের ফলে ব্রিজভূষণের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

Kolkata: সকলের সামনে শহর কলকাতায় হেনস্থা তরুণীকে, প্রতিবাদ করলে মারধর তাঁর বন্ধুকে, এগিয়ে এল না কেউ!

শহর কলকাতায় ফের সাত সকালে এক তরুণীকে হেনস্থার অভিযোগ উঠেছে। তরুণীকে লক্ষ্য করে একদল যুবক কুরুচিকর মন্তব্য করছিল বলে অভিযোগ। এদিকে ওই তরুণী তার এক পুরুষ সঙ্গীর সঙ্গে ছিলেন। তাঁরা এই ঘটনার প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। টালিগঞ্জ থানার শরৎ বোস রোড...

Hooghly Income Tax Raid: মগরা-বাঁশবেড়িয়ায় আয়কর হানা, একাধিক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

ফের মগরায় আয়কর হানা। একাধিক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। চলল দফায় দফায় আয়কর অভিযান। কয়েকদিন বাদেই ভোট। তার আগে জোর শোরগোল। খবরটি "খবর ২৪ ঘন্টা" অ্যাপে পড়ুন

Raj Bhavan CCTV Footage:ফুটেজ পেয়েই তলব, গরহাজির, ‘এঁরা কে?’ রাজভবনের কাছে স্ক্রিনশট পাঠাল পুলিশ

রাজভবনের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে লালবাজারের। সেই ফুটেজ দেখে রাজভবনের তিন কর্মচারীকে তলব করা হয়েছিল। তাঁদের মধ্যে এক সচিব ও চিকিৎসক রয়েছেন। লালবাজার সূত্রে খবর, তাঁদের কেউ হাজির হননি। সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের পরিচয় জানার জন্য স্কিনশট তুলে রাজভবনে পাঠানো হয়েছে।রাজভবনের অস্থায়ী...

Buddhadeb Bhattacharya: নতুন প্রজন্মকে নিয়ে খুব চিন্তা বুদ্ধদেব ভট্টাচার্যের! আশীর্বাদ নিতে গেলেন সায়রা

প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে গেলেন কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিম। এদিনই তিনি মনোনয়ন জমা দেন। সেই সঙ্গেই তিনি প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে যান। পাম অ্যাভিনিউয়ের  দুকামরার ফ্ল্যাট । সেখানেই থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থ। দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি আর সভা সমিতিতে যান...

BJP’s Mohun Bagan-East Bengal blunder: ভুল উচ্চারণ,মোহনবাগানের নামে জুড়ল ATK, গলদ ইস্টবেঙ্গলের লোগোয়, সেমসাইড গোল BJP-র

বাঙালির ফুটবল আবেগকে সামনে রেখে 'অ্যাটাকিং' খেলতে গিয়েছিল। কিন্তু নড়বড়ে 'ডিফেন্স' নিয়ে অতিরিক্ত 'অ্যাটাকিং' হওয়ার গুঁতোয় 'সেমসাইড' গোল করে বসল বঙ্গ বিজেপি। মোহনবাগানের নামের সঙ্গে জুড়ে দিল ‘এটিকে’। ভুল আঁকল ইস্টবেঙ্গলের লোগো। শুধু তাই নয়, যাঁরা সেই প্রচারের ভিডিয়োয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থক হিসেবে...

Rekha Sharma to ECI: ‘বাধ্য করা হচ্ছে অভিযোগ প্রত্যাহারে,’ সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে রেখা শর্মা

সন্দেশখালির ঘটনা সংবাদ শিরোনামে আসার পর সেখানে তথ্যানুসন্ধানি দল পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। সেখানে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরব হন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। নির্যাতিতা হননি জানিয়ে সন্দেশখালির মহিলাদের একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসায় কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে...